ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় জোড়া খুন

আরও দুই আসামি গ্রেফতার

প্রকাশিত: ২৩:১৬, ২৮ নভেম্বর ২০২১

আরও দুই আসামি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ॥ কুমিল্লায় কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেলসহ চাঞ্চল্যকর জোড়াখুনের মামলার আরও দুই আসামি আশিকুর রহমান রকি ও আলমকে গ্রেফতার করেছে র‌্যাব। মামলার এজাহারনামীয় ৬নং আসামি নগরীর তেলিকোনা এলাকার আনোয়ার হোসেনের পুত্র আশিকুর রহমান রকিকে লালমনিরহাট জেলার চন্ডিবাজার এবং ৭নং আসামি সুজানগর পূর্ব পাড়া বউবাজার এলাকার মৃত জানু মিয়ার পুত্র ও প্রধান আসামি শাহ আলমের ভাই আলমকে কুমিল্লা কোতোয়ালি থানার ভারত সীমান্তবর্তী বড়জ¦ালা এলাকা থেকে গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এর আগে এ মামলার আরও দুই আসামি সুমন ও মাসুমকে পুলিশ ও র‌্যাব পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। এদিকে ঘটনার ৬ দিনের মাথায় পুলিশ প্রশাসন ও রাজনীতিবিদদের নানামুখী প্রচেষ্টায় এলাকার জনজীবন অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। র‌্যাব জানায়, জোড়া খুনের মামলার আসামি নগরীর তেলিকোনা এলাকার আনোয়ার হোসেনের পুত্র আশিকুর রহমান রকি উত্তরবঙ্গে পালিয়ে আছে গোপন সূত্রে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দল লালমনিরহাট জেলার চন্ডিবাজার এলাকায় অভিযান চালিয়ে আটক করে তাকে শনিবার বিকালের দিকে কুমিল্লা নিয়ে আসে। এছাড়া অপর আসামি আলম মিয়াকে কোতোয়ালি থানার ভারত সীমান্তবর্তী বড়জ¦ালা এলাকা লুকিয়ে থেকে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাবের অপর একটি দল শনিবার ওই এলাকায় অভিযান চালায়। একই সময়ে তাকে আটক করে র‌্যাব কুমিল্লা কার্যালয়ে নিয়ে আসা হয়। রাত সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই দুই আসামিকে র‌্যাব কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল বলে জানা গেছে।
×