ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাইবান্ধায় বিরল প্রজাতির একু শকুন উদ্ধার

প্রকাশিত: ২২:০৫, ২৭ নভেম্বর ২০২১

গাইবান্ধায় বিরল প্রজাতির একু শকুন উদ্ধার

সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধার কামাররজানিতে বিরল প্রজাতির এক শকুন উদ্ধার। গাইবান্ধার সদর উপজেলার কামারজানিতে ২৭শে নবেম্বর শনিবার একটি হিমালয়ান গ্রিফন প্রজাতির শকুন উদ্ধার করেছে বনবিভাগ। গাইবান্ধা কলেজ শাখার পরিবেশবাদী সংগঠনের সদস্যরা উদ্ধারকার্যে সহযোগীতা করে। সংগঠনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন জানান, শকুনটি বর্তমানে গাইবান্ধা বন বিভাগ অফিসে আছে আগামীকাল পরিচর্যা করার জন্য দিনাজপুর শকুন পরিচর্যা কেন্দ্র সিংড়া জাতীয় উদ্যানে পাঠানো হবে। দ্রুত সুস্থ করে প্রকৃতিতে অবমুক্ত করা হবে। সংগঠনের সভাপতি জিসান মাহমুদ জানান, শকুন হচ্ছে প্রকৃতির ঝাড়–দার। শকুনই একমাত্র প্রাণী যারোগাক্রান্ত মৃত প্রাণী খেয়ে হজম করতে পারে এবং অ্যানথ্রাক্স, যক্ষ্মা, খুরারোগের সংক্রমণ থেকে জীবকুলকে রক্ষা করে। আইইউসিএন এর তথ্যানুযায়ী বর্তমানে বাংলাদেশে প্রায় ২৬৩ টি শকুন আছে। শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন -"টিম ফর এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর) শকুনসহ সকল বন্যপ্রাণি রক্ষা ও সংরক্ষণে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছে। "তীর" গাইবান্ধা সরকারি কলেজ শাখার সেচ্ছাসেবী পরিবেশ প্রেমীরা গত বছরেও উত্তরবঙ্গে ১০ টি হিমালয়ান গ্রিফন ও ১টি কালা শকুন উদ্ধার করে।
×