ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পিরোজপুরে ঘর থেকে রাজমিস্ত্রির মৃতদেহ উদ্ধার, স্ত্রী ও ভাই আটক

প্রকাশিত: ১৬:৫৪, ২৭ নভেম্বর ২০২১

পিরোজপুরে ঘর থেকে রাজমিস্ত্রির মৃতদেহ উদ্ধার, স্ত্রী ও ভাই আটক

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর ॥ পিরোজপুর পৌরসভার ভাইজোড়া এলাকা থেকে এনামুল শেখ নামে এক রাজমিস্ত্রির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে ভাড়া বাড়ি থেকে আঘাতপ্রাপ্ত এনামুল কে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী রেশমা ও ভাই রাকিব শেখ কে আটক করেছে পুলিশ। নিহত এনামুল শেখ (৩৮) পিরোজপুর পৌরসভার শিকারপুর এলাকার মোতালেব শেখ এর পুত্র। রাজমিস্ত্রির কাজ করার পাশাপাশি পিরোজপুর শহরে একটি চায়ের দোকান চালাত সে। এনামুল তার স্ত্রী রেশমা (২৮) এবং দুই শিশু সন্তান নিয়ে পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর কবির সিকদারের প্রতিবেশী প্রবাসী জামাল সিকদারের বাড়িতে ভাড়া থাকত। ৭ মাস আগে ওই বাড়ির একটি কক্ষ সে ভাড়া নিয়েছিল। পৌর কাউন্সিলর মোঃ কবির সিকদার জানান, নিহত এনামুলের স্ত্রী রেশমার সাথে তার দেবরের অবৈধ সম্পর্ক ছিল। শুক্রবার রাতে এনামুলকে মৃত অবস্থায় পাওয়ার আগে স্থানীয়রা রেশমা এবং তার দেবর রাকিবকে ওই ঘর থেকে বেরিয়ে যেতে দেখেছে। ২ মাস আগে রেশমা তার দেবরের সাথে গিয়ে ১৫ দিন অন্যত্র ছিল বলেও জানান কবির। পিরোজপুর জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তন্ময় মজুমদার জানান, এনামুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল এবং আঘাতের একাধিক চিহ্ন রয়েছে তার শরীরে। মুলত সে কারনেই তার মৃত্য হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.জ.মো: মাসুদুজ্জামান মিলু জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত এনামুলের স্ত্রী রেশমা ও ভাই রাকিব শেখ কে আটক করা হয়েছে। তবে মৃতের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি।
×