ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পোরশা সীমান্তের ওপারে বাংলাদেশী গরু চোরাকারবারী আটক

প্রকাশিত: ১৬:৪৬, ২৭ নভেম্বর ২০২১

পোরশা সীমান্তের ওপারে বাংলাদেশী গরু চোরাকারবারী আটক

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে মনিরুল ইসলাম (২৫) নামে বাংলাদেশী এক গরু চোরাকারবারীকে আটক করেছে বিএসএফ। মনিরুল পোরশা উপজেলার চকবিষ্ণুপুর গ্রামের রফিকুল ইসলামের পুত্র। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিনগত রাতে বেশ ক’জন গরুর রাখাল অবৈধভাবে ভারত থেকে গরু আনার জন্য বেআইনী ভাবে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে আসার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১৫৯ ব্যাটালিয়নের কেদারীপাড়া ক্যাম্পের টহলরত বিএসবফে সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় অন্যরা পালিয়ে গেলেও ২৩১ নং মেইন সীমান্ত পিলারের কাছে ভারতের অভ্যন্তরে ভুতপাড়া গ্রামে ৩টি গরুসহ বিএসএফ সদস্যরা মনিরুলকে আটক করে। পরে স্থানীয় হবিপুর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে বিজিবি ১৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হাপানিয়া বিওপির নায়েব সুবেদার আজিজুল ইসলাম জানান, তারা মনিরুলকে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দিয়েছে। কিন্তু বিএসএফ সদস্যরা মনিরুলকে হবিপুর থানায় সোপর্দ করেছেন বলে জানিয়েছেন।
×