ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিএনপি-জামায়াত গুজব ছড়াচ্ছে

প্রকাশিত: ১৬:২৭, ২৭ নভেম্বর ২০২১

বিএনপি-জামায়াত গুজব ছড়াচ্ছে

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মোঃ ইসমাইল হোসাইন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ না হলে দেশে সম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা সম্ভব হতোনা। তিনি আরও বলেন, ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি-জামায়াত চক্র যে গুজব ছড়াচ্ছে তাদের প্রত্যেককে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় এনে যথাযোগ্য শাস্তি প্রদান করা করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে বরিশালে ওলামায়ে কেরাম সোচ্চার রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। শনিবার সকালে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে “সম্প্রদায়িক অপশক্তি জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আলেম ওলামায়েদের করনীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগীয় সভাপতি মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির আয়োজনে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা জয়নুল আবেদীন, ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আফলাতুল কাওসার, ক্বারী মাওলানা মোঃ আব্দুল মান্নান, মাওলানা রেজাউল করিম, বরিশাল জেলা সভাপতি হাফেজ মুফতি জাকির হোসাইন, মহানগর সভাপতি হাফেজ মাওলানা সুলতান মাহমুদ প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে বিএনপি-জামায়াতের নেতাকর্মী ও তাদের দোসরদের গ্রেফতারের আওতায় আনাসহ মসজিদ, মন্দির ও ধর্মীয় উপসনালয়গুলোকে সিসিটিভি ক্যামেরায় আওতায় আনাসহ আট দফা দাবি তুলে ধরেন। সভায় বরিশালের ছয় জেলার বিভিন্ন পর্যায়ের ওলামায়ে সদস্যরা অংশগ্রহন করেন।
×