ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মিশরের ৩০০০ বছরের প্রাচীন রাজপথ সম্প্রতি খুলে দেওয়া হলো

প্রকাশিত: ১৫:৫১, ২৭ নভেম্বর ২০২১

মিশরের ৩০০০ বছরের প্রাচীন রাজপথ সম্প্রতি খুলে দেওয়া হলো

অনলাইন ডেস্ক ॥ মিশরে ঐতিহাসিক এক রাজপথ আবার চালু করা হয়েছে। দেশটির লাক্সরে ৩,০০০ বছরের পুরনো সেই রাজপথটি। রাস্তাটির নাম 'অ্যাভিনিউ অফ স্ফিংস'। এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রাস্তাটি সম্প্রতি খুলে দেওয়া হয়েছে। ফারাও যুগের রথ এবং শত শত শিল্পী যে পথটি আবার ব্যবহার করতে শুরু করেন সেটি খুঁড়ে বের করতে সময় লেগেছে কয়েক দশক। মিশরের প্রাচীন যুগের দুটি গুরুত্বপূর্ণ মন্দিরের সংযোগ পথ ছিল এই রাজপথ। ফারাওদের সময়ে প্রতি বছর এই সড়ক ধরে যে ধরনের শোভাযাত্রা বের হতো, উদ্বোধনীর দিনে সেরকম আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে যে সঙ্গীত ব্যবহার করা হয় তার বাণী নেয়া হয়েছিল মন্দিরের দেয়ালের হায়ারোগ্লিফিকসে লেখা নানা গল্প থেকে। সূত্র : বিবিসি বাংলা
×