ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ৩৩০ রানের জবাবে পাকিস্তানের ভালো শুরু

প্রকাশিত: ১৫:০৫, ২৭ নভেম্বর ২০২১

বাংলাদেশের ৩৩০ রানের জবাবে পাকিস্তানের ভালো শুরু

অনলাইন ডেস্ক ॥ চট্রগ্রাম টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৩০ রানে অলআউট হয়ে গেলে লাঞ্চ বিরতির পর পাকিস্তান তাদের প্রথম ইনিংস শুরু করে। চা-বিরতির সময়ে ২৯ ওভার খেলে পাকিস্তা কোন উইকেট না হরিয়ে করেছে ৭৯ রান। এই সময় ব্যাটিং করছেন আব্দুল্লাহ শফিক ২৭ ও আবিদ আলী ৫২ রানে। উইকেটের চরিত্র অনুসারে গতকাল লাঞ্চের পর কোন উকেট পড়েনি। আজ লাঞ্চের আগে বাংলাদেশ ৬উইকেট হারায়। গতকাল লাঞ্চের আগে হারায় চার উইকেট। বাংলাদেরে পক্ষে লিটন ১১৪ ও মুশফিক ৯১ রান করেণ। পাকিস্তানের পক্ষে হাসান আলী পেয়েছেন ৫উইকেট। বাংলাদেশ এখন ২৫১ রানে পিছিয়ে। আজ দিনের খেলা ভাকি আছে আরও ৩৪ ওভার। গতকাল লাঞ্চ বিরতি থেকে চা বিরতি সময় পর্যন্ত ৩১ ওভারে করে ১০২ রান। আজ লাঞ্চ থেকে চা বিরতি পর্যন্ত পাকিস্তান ২৯ ওভারে করেছে ৭৯ রান। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরি, ইবাদত হোসেন সবাই বল করেছে । বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইয়াসির আলি চৌধুরি, আবু জায়েদ চৌধুরি, ইবাদত হোসেন। পাকিস্তান দল: আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, নোমান আলী, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি, সাজিদ খান।
×