ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে ৪৩জন পেলেন বিনা টাকায় পুলিশ চাকরি

প্রকাশিত: ১৪:২০, ২৭ নভেম্বর ২০২১

কুড়িগ্রামে ৪৩জন পেলেন বিনা টাকায় পুলিশ চাকরি

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ দেশের দারিদ্র আর অভাবী জেলা কুড়িগ্রামে বিনা টাকায় পুলিশের চাকরি পেলো ৪৩টি দরিদ্র পরিবারের সন্তান। আবেগ আপ্লুত পরিবার গুলো মাঝে খুশির বন্যা বইছে দেশ ও জাতীর কল্যাণে ভূমিকার রাখবে এমনটাই প্রত্যাশা সকলের। দারিদ্রপীড়িত চরাঞ্চল বেষ্টিত প্রত্যন্ত এলাকার দরিদ্র পরিবারের সন্তানদের বিনা টাকায় পুলিশের কনস্টেবল পদে চাকুরি দৃষ্টান্ত স্থাপন করেছে কুড়িগ্রামে। পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা বলেন,দারিদ্র সীমার নিচে জেলা থেকে নিখুঁত যাচাই-বাছাই করাটা ছিল বেশি চ্যালেঞ্জিংয়ের কাজ। ভোর থেকে রাত পর্যন্ত কাজ করে সঠিক ছেলে-মেয়েকে বের করে আনতে পারাটাই আত্মতৃপ্তি। মাননীয় আইজিপি স্যারের নির্দেশে সেই কাজটি করতে পেরে জেলা পুলিশ একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানাযায়, জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ১হাজার ৭২০জন আবেদনকারীর মধ্যে ৩৪৪ জন উত্তীর্ণ হয়। তাদের মধ্যে নারী-পুরুষ-২০০মিটার, ১৬০০মিটার, পুশআপ, লংজাম্প, হাইজাম্প, ড্রাগিং, রোপ ক্লাইম্বিং ইভেন্ট শেষে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখান থেকে ৪৩জন উত্তীর্ণ হন। এদের মধ্যে-পুরুষ-৩৭জন এবং নারী-৬জন। এরমধ্যে সদর-১৪জন, উলিপুর-৫জন, নাগেশ্বরী-৬জন, চিলমারী-২জন, রাজারহাট-৬জন, ফুলবাড়ী-৪জন, ভূরুঙ্গামারী-৪জন, রৌমারী এবং রাজিবপুর উপজেলায় একজন করে চাকরি পেয়েছেন।
×