ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্রগ্রাম টেস্টে বাংলাদেশ থেমেছে ৩৩০ রানে

প্রকাশিত: ১২:৪৩, ২৭ নভেম্বর ২০২১

চট্রগ্রাম টেস্টে বাংলাদেশ থেমেছে ৩৩০ রানে

অনলাইন ডেস্ক ॥ চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চ বিরতির ঠিক দুই বল আগে ৩৩০ রনে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম দিনে বাংলাদেশ মুশফিক আর লিটনের সুবাদে ৪ উইকেটে ২৫৩ রান সংগ্রহ করে। গতকাল খেলা হয় ৮৫ ওভার। আজ লিটন ১১৩ ও মুশফিক ৮২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে। দলের রান যখন ২৫৫ তখন লিটন ব্যক্তিগত ১১৪ রান নিয়ে আউট হয়ে যান। লিটন ১১টি ৪ ও একটি ছয়ের মার মেরেছেন। বল খেলেছেন ২৩৩টি। অভিষেক টেস্ট ইনিংসে ৫ রান করে আউট হয়ে যান ইয়াসির। এর পরে সেঞ্চুরির দ্বারপ্রান্তে এসে ৯১ রানে আউট হয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক।বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিবার ‘নার্ভাস নাইন্টিজ’-এ আটকা পড়ার রেকর্ড এখন মুশফিকুর রহিমের।এই নিয়ে টেস্ট ক্রিকেটে নব্বই ছুঁয়েও সেঞ্চুরিতে যেতে পারলেন না তিনি ৪ বার। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৮ বার। দুটিই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ।মুশফিক ১১টি চার মারেন। বল খেলেছেন ২২৫টি। দলের রান যথন ২৭৬ তখন আউট হয়ে যান মুশফিক। এর পরে মিরাজ পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে কিছুটা প্রতিরোধ গড়ে তুলে ৩৮ রানে অপরাজিত থাকেন। সেই সুবাদে বাংলাদেশের রান দাঁড়ায় ৩৩০ রান। মিরাজের সঙ্গি হয়ে তাইজুল ইসলাম ১১, আবু জায়েদ চৌধুরি ৮ ইবাদত হোসেন শূন্য রানে আউট হয়ে যায়। বাংলাদেশের ১১৪.৪ ওভার খেলেছে। ওভারপ্রতি রান ২.৮৭। পাকিস্তানি বোলারদের মধ্যে ফাহিম আশরাফ ২ট, হাসান আলী ৫টি. শাহীন শাহ আফ্রিদি ২টি ও সাজিদ খান ১টি উইকেট পেয়েছেন।
×