ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে নির্বাচনী বিরোধ, গুলিতে নিহত ১

প্রকাশিত: ০২:১২, ২৭ নভেম্বর ২০২১

টাঙ্গাইলে নির্বাচনী বিরোধ, গুলিতে নিহত ১

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ জেলার নাগরপুরের দপ্তিয়রে নির্বাচনী বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয় আরও ৪ জন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার দপ্তিয়র ইউনিয়নের পাইকাল গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আগামী ২৮ নবেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের পাইকাল গ্রামে নির্বাচনী প্রচার চালানোর সময় দুপক্ষে কথা কাটাকাটির এক পর্যায়ে আওয়ামী লীগের একপক্ষ অপরপক্ষের ওপর হামলা চালায়। এতে পাইকাল গ্রামের আক্কেল মেম্বারের ছেলে তোতা শেখ (৪০) গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মানিকগঞ্জের দৌলতপুর হাসপাতালে নিয়ে গেলে তোতা শেখ সেখানে মারা যান। আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
×