ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিচারের দাবীতে শহরে বিক্ষোভ

ভোলায় সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা নিহত

প্রকাশিত: ২০:৩৩, ২৬ নভেম্বর ২০২১

ভোলায় সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা নিহত

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলার মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারে সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা খোরশেদ আলম টিটু ( ৩৫) নিহত হয়েছে। নিহত খোরশেদ আলম উপজেলার ধনিয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের কানাই নগর গ্রামের তছির আহম্মেদের ছেলে। শুক্রবার সন্ধ্যার আগে ভোলা সদর উপজেলার নাসির মাঝি এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এদিকে অভিযোগ রয়েছে ১১ নবেম্বর মদনপুরে ইউপি নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ছকেট জামালের গ্রুপ স্পীডবোট যোগে গিয়ে হামলা চালিয়ে এঘটনা ঘটিয়েছে। এদিকে রাত পৌনে ৮ টার দিকে এঘটনার প্রতিবাদের ছকেট জামালের বিরুদ্ধে বিচারের দাবীতে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকালে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন থেকে যাত্রীবাহী একটি খেলা নৌকা ভোলা সদরের নাসিরমাঝি এলাকায় যাচ্ছিলো। নাসির মাঝি ঘাটের কাছাকাছি ট্রলারটি গেলে হঠাৎ করে একটি স্প্রীডবোট গিয়ে ট্রলারটিকে ধাক্কা দেয়। এ সময় স্পীডবোটের লোকজন ট্রলারের যাত্রীদের লক্ষ করে গুলি ছুড়ে। এতে করে খোরশেদ আলম টিটু গুলি বিদ্ধ হয়। এদিকে ট্রলারের সাথে ধাক্কা খেয়ে স্প্রীডবোট টি উল্টে যায়। এক পর্যায়ে স্পীডবোটে থাকা ৭/৮জন ব্যাক্তি চরে মধ্যে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী নিহতের চাচাত ভাই জিসান জানান, গত ১১ নবেম্বর মদনপুর ইউনিয়নের নির্বাচনে নৌকর চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন নান্নু ডাক্তার বিজয়ী হয়। নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানের দাওয়াত খেতে তার নেতাকর্মীসহ লোকজন শুক্রবার মদনপুর চরে যায়। দুপুরে দাওয়াত খেয়ে বিকালে ট্রলার যোগে নাসির উদ্দিন নান্নু ডাক্তার ও তার কর্মীদের নিয়ে এবং যাত্রীসহ প্রায় ২৫জন মদনপুর থেকে নাসিরমাঝি ঘাটের উদ্দ্যোশে ট্রলারে ফিরছিলো। এ সময় পিছন থেকে একটি স্প্রীডবোট এসে ট্রলারে লাগিয়ে দেয়। এ সময় স্পীডবোট ডুবে গেলে সেখান থেকে অস্ত্রধারীরা এলোপাথারি গুলি ছুড়ে। এতে মাথায় গুলি বিদ্ধ হয় যুবলীগ নেতা খোরশেদ আলম টিটু । তবে টিটু ছাড়া অন্য কোউ হতাহত হয়নি। ছকেট জামাল গ্রæপ এঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন টিটুর স্বজন ও নান্না ডাক্তার গ্রæপ। এদিকে গুলিবিদ্ধ টিটুকে গুরুতর অবস্থায় ভোলা সদর হাসপাতালে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষাণা করেন। ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, মদনপুর থেকে যাত্রীবাহী ট্রলারে নাসিরমাঝি ঘাটে ফিরার সময় একটি স্পীডবোট গুলি ছুড়া হয়। এতে একজন নিহত হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে স্পীডবোট জব্দ করেছে। তবে এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে মামলার প্রস্তুত চলছে।
×