ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদার চিকিৎসা দেশেই সম্ভব ॥ চিকিৎসকদের মন্তব্য

প্রকাশিত: ০১:২৯, ২৬ নভেম্বর ২০২১

খালেদার চিকিৎসা দেশেই সম্ভব ॥ চিকিৎসকদের মন্তব্য

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশেই সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসকগণ। বৃহস্পতিবার অধ্যাপক ডাঃ মোঃ শহীদ উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই মতামত দেয়া হয়েছে। এতে দেশের বিশিষ্ট ৩৯জন চিকিৎসক স্বাক্ষর করেন। চিকিৎসকগণ মনে করছেন, বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসা নিয়ে নানা ধরনের বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে রাজনৈতিক বক্তব্য দেয়া হচ্ছে। এই ধরনের বিভ্রান্তি চিকিৎসা পেশার জন্য হতাশার। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এখন বিশ্বে প্রশসিংত হচ্ছে। চিকিৎসকগণ দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা আন্তর্জাতিক মানের হচ্ছে। দেশের যেকোন মানুষের চিকিৎসা বিদেশে নেয়ার অধিকার রয়েছে। কিন্তু খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেয়ার বিষয়টি পুরোপুরি আইনগত, যা একমাত্র আদালতই সমাধান করতে পারে। তাই রাজনৈতিক নেতাদের বিনাকারণে বাংলাদেশের উন্নয়ন মেডিক্যাল শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অপমানমূলক বক্তব্য থেকে বিরত থাকা উচিত। মতামত দেয়ার চিকিৎসকদের মধ্যে রয়েছেন ডাঃ মোস্তারুল হক, আসাদুজ্জামান সানোয়ার, বিজয় কুমার পাল, হাবিবা খাতুন, মাহবুবা শিরিন, সারোয়ার আলম, ফাহমিদা জাহান, ওয়াহিদুজ্জামান প্রমুখ।
×