ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের হাফ ভাড়া ॥ ৭ দিন সময় চেয়েছেন বাস মালিকরা

প্রকাশিত: ০১:১৪, ২৬ নভেম্বর ২০২১

শিক্ষার্থীদের হাফ ভাড়া ॥ ৭ দিন সময় চেয়েছেন বাস মালিকরা

বিশেষ প্রতিনিধি ॥ শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালুর বিষয়ে সিদ্ধান্ত দিতে সাত দিন সময় চেয়েছেন বাস মালিকরা। বাসে শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালুর বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও অংশীজনদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে বনানীতে বিআরটিএর প্রধান দফতরে সভা শুরু হয়। শুরুর দেড় ঘণ্টার মধ্যেই বৈঠক শেষ হয়ে যায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবারের এই বৈঠকে কোন সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বাস মালিকদের আহ্বান জানানো হলে, তারা সাত দিন সময় চেয়েছেন। বৈঠকে বাস মালিকদের পক্ষ থেকে জানানো হয়, বেসরকারী বাসে সরকার ভর্তুকি দিচ্ছে না। যানজটে সড়কে ট্রিপ কমে গেছে। টায়ারসহ বাসের বিভিন্ন যন্ত্রাংশের দাম বেড়ে গেছে। এ অবস্থায় ঢাকাসহ বিভিন্ন মহানগরে শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালু করা হলে বাসমালিকদের লোকসান গুনতে হবে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে বাসে হাফ পাসের বিষয়ে তাদের একটি প্রস্তাব সরকারের কাছে তুলে ধরবে। বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম। সভায় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব, আইজিপি, পরিবহন মালিক সমিতির প্রতিনিধি, শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
×