ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম এভারকেয়ারে

প্রকাশিত: ০১:১২, ২৬ নভেম্বর ২০২১

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম এভারকেয়ারে

জনকণ্ঠ ডেস্ক ॥ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামকে (৮৭) হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করা হয়েছে। তিনি এখন রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে রয়েছেন বলে বৃহস্পতিবার বিকেলে তার ছেলে বর্ষণ ইসলাম জানান। তিনি বলেন, বাবা ‘ক্রিটিক্যাল কন্ডিশনে’ আছেন। নিউমোনিয়ার সমস্যা বেড়ে যাওয়ায় তার শ্বাসকষ্ট হচ্ছে।- খবর বিডিনিউজের। বর্ষণ ইসলাম বলেন, ঠাণ্ডা লাগাতে এখন এইচডিইউতে পাঠানো হয়েছে। ভেন্টিলেশন দিতে চেয়েছিল, আমরা এলাও করিনি। এ্যান্টিবায়োটিক দিয়েছে, এখন একটু বেটার। নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম অধ্যাপক এবং নজরুল গবেষণা কেন্দ্রের প্রথম পরিচালক ছিলেন।
×