ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নারী বিশ্বকাপ বাছাই

থাইল্যান্ডের কাছে হার বাংলাদেশের মেয়েদের

প্রকাশিত: ০০:৫৪, ২৬ নভেম্বর ২০২১

থাইল্যান্ডের কাছে হার বাংলাদেশের মেয়েদের

স্পোর্টস রিপোর্টার ॥ নারী বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার ডিএল মেথডে (ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে) ১৬ রানে হেরেছে নিগার সুলতানার দল। প্রথমে ব্যাট করে এদিন ৮ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা। জবাবে ৩৯.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে ফেলে থাইল্যান্ডের মেয়েরা। এরপর আলোর স্বল্পতার কারণে আর খেলা না হলে ডি এল মেথডে হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশের মেয়েদের। সেই সঙ্গে টানা দুই জয়ের পর প্রথম হারের স্বাদ পেল টাইগ্রেসরা। জিম্বাবুইয়ের হারারেতে টস জিতে এদিন বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় থাইল্যান্ড। তবে ব্যাটিংয়ে সুবিধে করতে পারেননি বাংলাদেশের মেয়েরা। দলীয় ১৪ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে তারা। ওপেনার শার্মিন আক্তার এবং অধিনায়ক নিগার সুলতানা উভয়েই ১ রান করে সাজঘরে ফেরত যান। আরেক উদ্বোধনী ব্যাটার মুর্শিদা খাতুন ফারজানা হককে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু ব্যক্তিগত ৪৬ রানে টিপ্পোচের বলে আউট হয়ে যান মুর্শিদা। ৫১ রানে প্যাভিলিয়নের পথ ধরেন ফারজানাও। পরে রুমানা ২৭ এবং লতা ম-ল ২৯ রান করলেও বাকি ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। যে কারণে ৮ উইকেটে ১৭৬ রানের বেশি করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। আর বাংলাদেশকে অল্প রানে আটকাতে বড় ভূমিকা রাখেন থাইল্যান্ডের বোলার নাত্তায়া বোচ্চাথাম। ৭ ওভারে মাত্র ২৬ রান দিয়ে একাই ৫ উইকেট দখল করেন তিনি। এছাড়া সুত্তিরুঙ্গা, কামচোম্ফো এবং টিপ্পোচ প্রত্যেকেই ১টি করে উইকেট লাভ করেন। বাংলাদেশের মেয়েদের ছুড়ে দেয়া ১৭৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে থাইল্যান্ড। উদ্বোধনী ব্যাটার সোর্নারিন টিপ্পোচ ৬৯ আর নাত্তাকান চানথাম ৩৭ রান করে আউট হলেও দলকে জয়ের ভিত্তি গড়ে যান। পরবর্তীতে নান্নাপাত কোঞ্চারোয়েনকাই ১৪ এবং নারুইমোল চাইওয়াইয়ের সৌজন্যে থাইল্যান্ডের স্কোর যখন ২ উইকেটে ১৩২ তখনই আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায়। যে কারণে ডিএল মেথডে থাইল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয়।
×