ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পৃথক ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ০০:৩৯, ২৬ নভেম্বর ২০২১

রাজধানীতে পৃথক ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে গোলাম মোস্তফা রোমান (১৯), বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় ইউসুফ মিয়া (২০) ও দক্ষিণখান হাজীপাড়া এলাকার রুবায়েত মাশরেক আন্তনু (১৬) নামে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার রাতে এই পৃথক মৃত্যুর ঘটনা ঘটে। রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে গোলাম মোস্তফা রোমান নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোমান রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজের উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ছাত্র। সে সেলিম মুন্সির ছেলে। গ্রামের বাড়ি চাঁদপুরের মতলবের আমুয়াকান্দা গ্রামে। রাজধানীর উত্তর মুগদা ঝিলপাড় এলাকায় থাকত। রাজধানীর বিমানবন্দর ফুট ওভারব্রিজের নিচে মোটরসাইকেল দুর্ঘটনায় বুধবার ইউসুফ মিয়া নামে আরেক ছাত্র নিহত হয়েছে। তার বন্ধু শাহিনুর ইসলাম শাহিন জানান, ইউসুফের বাবার নাম আনসার আলী। তাদের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বড়বাগ গ্রামে। রাজধানীর উত্তরায় ৯ নম্বর সেক্টরে থাকতেন। কক্সবাজার ঘুরতে না দেয়ায় রাজধানীর দক্ষিণখান হাজীপাড়া এলাকার রুবায়েত মাশরেক আন্তনু নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। সে উত্তরার মাইলস্টোন স্কুল থেকে সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছে। তার বাবার নাম জহিরুল ইসলাম। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার রায়তলা গ্রামে। পরিবারের সঙ্গে দক্ষিণখানে থাকত সে।
×