ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৫০ ব্যান্ডের এক গান

প্রকাশিত: ০০:০৪, ২৬ নভেম্বর ২০২১

৫০ ব্যান্ডের এক গান

সংস্কৃতি ডেস্ক ॥ স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে ৫০টি ব্যান্ড নিয়ে তৈরি হচ্ছে একটি গান। আর তাতেই অংশ নিতে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে হাজির হয়েছেন দেশের বেশিরভাগ ব্যান্ড সদস্য। আছেন ব্যান্ড তারকা মাকসুদ, সাইদ হাসান টিপু, নাসিম আলী, নকীব খান, বাপ্পা মজুমদার, হাসান, হামিন আহমেদ, পার্থ বড়ুয়া, মানাম আহমেদ, লাবু রহমান, লিঙ্কন, শেখ মনিরুল আলম টিপু, বেজবাবা সুমন, রাফাসহ অনেকেই। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে ঘিরে বিশাল এক পরিকল্পনায় সামিল হলো বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস এ্যাসোসিয়েশনের (বামবা)। বিষয়টি নিয়ে বামবার ভাইস প্রেসিডেন্ট ওয়ারফেইজ ব্যান্ডের শেখ মনিরুল আলম টিপু গণমাধ্যমকে বললেন, দেশের জন্য এটা আমাদের বিশেষ নিবেদন। স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে বামবার ৫০টি ব্যান্ড মিলে সম্পূর্ণ নতুন একটি দেশের গান তৈরি করছে।
×