ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গার্ডিওলার সিটির কাছে হেরেও নকআউটে পিএসজি

প্রকাশিত: ২৩:৩৯, ২৬ নভেম্বর ২০২১

গার্ডিওলার সিটির কাছে হেরেও নকআউটে পিএসজি

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের শেষ ষোলো নিশ্চিত করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি, ফরাসী পরাশক্তি প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি), স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। বুধবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে সফরকারী পিএসজিকে ২-১ গোলে হারিয়ে এ কৃতিত্ব দেখিয়েছে ম্যানসিটি। ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেসি-নেইমাররা হেরে গেলেও গ্রুপের দ্বিতীয় স্থান নিশ্চিত করে নকআউট রাউন্ডের টিকেট কেটেছে। এর ফলে এবারের আসরে অংশ নেয়া সবকটি ইংলিশ ক্লাবই অর্থাৎ চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড এক ম্যাচ হাতে রেখেই নকআউপট পর্ব নিশ্চিত করেছে। সিটির কাছে হারলেও পাঁচ ম্যাচে পিএসজির ঝুলিতে জমা হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ৮ পয়েন্ট। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। ৪ পয়েন্ট করে নিয়ে বিদায় নিশ্চিত হয়েছে জার্মানির আরবি লাইপজিগ ও বেলজিয়ামের ক্লাব ব্রুগে। ৭ ডিসেম্বর গ্রুপের শেষ দিনের ম্যাচের ফলাফল তাই কোনো হিসেবে আসবে না। নিজেদের ঝালিয়ে নিতেই ওইদিন মাঠে নামবে চার দল। সিটির মাঠে অবশ্য প্রথমে এগিয়ে যায় অতিথি পিএসজিই। প্রথমার্ধের খেলা গোলশূন্য থাকার পর ৫০ মিনিটে কিলিয়ান এমবাপে গোল করে পিএসজিকে এগিয়ে নেন। ৬৩ মিনিটে ইংলিশ তারকা রাহিম স্টার্লিং ম্যানসিটিকে সমতায় ফেরান। এরপর ৭৬ মিনিটে ব্রাজিলিয়ান তারকা গাব্রিয়েল জেসুসের গোলে সিটির জয় নিশ্চিত হয়। ম্যাচ শেষে জেসুস বলেন, আমাদের দলে এমন অনেক খেলোয়াড় আছে যারা দলকে সহযোগিতা করতে পারে। সবাই একে অপরকে গোল করার জন্য সহযোগিতা করে। এখানে কেউই স্বার্থপর না। আগেই শেষ ষোলো নিশ্চিত করা ইংলিশ ক্লাব লিভারপুল ও হল্যান্ডের আয়াক্স টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছে। ‘বি’ গ্রুপের ম্যাচে লিভারপুল ২-০ গোলে হারিয়েছে পর্তুগালের এফসি পোর্তোকে। এ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে দ্য রেডসদের হয়ে গোল দু’টি করেন থিয়াগো আলকান্টারা ও মোহাম্মদ সালাহ। ‘সি’ গ্রুপের ম্যাচে আয়াক্স ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক তুরস্কের ক্লাব বেসিকটাসকে। ডাচ ক্লাবটির হয়ে একাই গোল দু’টি করেন সেবাস্টিয়ান হালের। পেনাল্টি থেকে বেসিকটাসের একমাত্র গোলদাতা রিচার্ড গেজাল। ‘ডি’ গ্রুপে নিজ নিজ ম্যাচ জিতে পরের রাউন্ডে গেছে রিয়াল মাদ্রিদ ও ইন্টারমিলান। মলদোভার ক্লাব শেরিফ টিরাসপোলকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়েছে গ্যালাক্টিকোরা। আর মিলানের সানসিরোতে ইউক্রেনের শাখতার ডোনেস্ককে ২-০ গোলে পরাজিত করে ইন্টার। ইতালিয়ান জায়ান্টদের হয়ে দু’টি গোলই করেন বসনিয়ার স্ট্রাইকার এডিন জেকো। মলদোভিয়ান দলটির বিরুদ্ধে রিয়ালের জয় অনেকটাই প্রতিশোধের। কেননা এই পুঁচকে শেরিফের কাছে গত সেপ্টেম্বরে প্রথম লেগের ম্যাচে ২-১ গোলে পরাজিত হয়েছিল গ্যালাক্টিকোরা। ফিরতি লেগে নবাগত এই দলটি পাত্তাই পায়নি। আসরের সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়নদের হয়ে একটি করে গোল করেন ডেভিড আলাবা, টনি ক্রুস ও করিম বেঞ্জামা। ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি বলেন, আমরা একটি ভাল ম্যাচ খেলেছি। ম্যাচের শুরু থেকেই সবাই খুব সিরিয়াস ছিল।
×