ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফুটবল দলবদল

হ্যাটট্রিক শিরোপার স্বপ্নে বিভোর বসুন্ধরা কিংস

প্রকাশিত: ২৩:৩৮, ২৬ নভেম্বর ২০২১

হ্যাটট্রিক শিরোপার স্বপ্নে বিভোর বসুন্ধরা কিংস

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম দুই মৌসুমে দাপট নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ জয়ের পর এবার লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা জয়। আর সে লক্ষ্যেই মৌসুমের সেরা দল গঠন করেছে বসুন্ধরা কিংস। আগের মৌসুমের দলের খুব বেশি পরিবর্তন না করে প্রায় আগের স্কোয়াডেই ভরসা রেখেছে ক্লাবটি। বৃহস্পতিবার দলবদলের শেষ দিনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ২০২১-২২ মৌসুমের আনুষ্ঠানিক দলবদল সম্পন্ন করেছে ‘দ্য কিংস’ খ্যাত বসুন্ধরা। গত মৌসুমে খেলা চার বিদেশী থেকে মাত্র একজনকে ছেড়ে দিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। আর্জেন্টাইন রাউল বেসেরার পরিবর্তে দলে এসেছেন বসনিয়ান ফরোয়ার্ড স্টোয়ান ভ্রানিয়াস। পরিবর্তন এসেছে দেশি ফুটবলারদের মধ্যেও। মিডফিল্ডার ইমন মাহমুদ, সুশান্ত ত্রিপুরারা চলে গেলেও দলে এসেছেন মিডফিল্ডার সোহেল রানা, ফরোয়ার্ড সুমন রেজার মতো ফুটবলাররা। এছাড়া বিকেএসপি থেকে এসেছেন তরুণ চার ফুটবলার। শুরুতে তাদেরকে ট্রায়ালে আনা হয়েছিল, পরবর্তীতে তাদের পারফরমেন্স দেখে সন্তুষ্ট হয় কিংস ম্যানেজমেন্ট। ২০১৮-১৯ ও ২০২০-২১ টানা দুই মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লীগ শিরোপা জেতে বসুন্ধরা কিংস। এবার তাদের লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা জয়। সে লক্ষ্যেই সেরা দল গঠন করেছে বলে জানান কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ আলম জুবায়ের নিপু, ‘তিন বছর যাবত আমরা একসাথে আছি এবং সেসব ফুটবলারকে ধরে রেখেছি। আমাদের যে জায়গায় দুর্বলতা ছিল, সেগুলো পূরণ করার চেষ্টা করেছি। সব মিলিয়ে দেশী-বিদেশীর সমন্বয়ে সেরা দল গঠন করেছি এবং হ্যাটট্রিক শিরোপা জিততে চাই।’ বাংলাদেশ প্রিমিয়ার লীগে আত্মপ্রকাশ করার পর থেকেই জমকালোভাবে দলবদল করে বসুন্ধরা কিংস। কিন্তু এবার সেটা হয়নি। অনেকটা নীরবে দলবদল সেরেছে তারা। এর কারণ জানিয়েছেন দলটির মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক, ‘প্রথমত গত মৌসুমে লীগ দেরিতে শেষ হয়েছিল। এছাড়া জাতীয় দল, এএফসি কাপের খেলা ছিল। তাই ফুটবলাররা তেমন বিশ্রাম পায়নি। জাতীয় দলের ফুটবলাররা মাত্রই ক্লাবে যোগ দিয়েছে। এখন তাদের সবাইকে নিয়ে শেষ মুহূর্তে অনুশীলন হচ্ছে। প্লেয়াররা ক্লান্ত থাকায় দলবদলে এবার আর বড় আয়োজন করা হয়নি।’ ২০১৮-১৯ ও ২০২০-২১ টানা দুই মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লীগ জয় করার পর এবারও সেই ধারা অব্যাহত রাখতে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনকেই ধরে রেখেছে কিংস। এদিকে বেশ কদিন আগে ডিফেন্ডার ইয়াসিন খানের বিরুদ্ধে লিগ্যাল নোটিস দিয়েছিল বসুন্ধরা কিংস। পরবর্তীতে বাফুফে জানিয়েছিল ক্লাবগুলো যেন সমঝোতার মাধ্যে বিষয়টি নিষ্পত্তি করে। কিন্তু এখনো সমোঝোতায় পৌঁছায়নি দুই ক্লাব। শেষ পর্যন্ত বাফুফের প্লেয়ার স্ট্যাটাস কমিটি যে সিদ্ধান্ত দেবে, সেটাই চূড়ান্ত হিসেবে মেনে নেয়া হবে। তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানম-ি ক্লাব দেশী-বিদেশী মিলে এবারও মাঝারি মানের দল গড়েছে। গত লীগের রানার্সআপ জামাল এবার চ্যাম্পিয়ন হতে মরিয়া। শিরোপা প্রত্যাশী অন্য ক্লাবগুলোর মধ্যে ঢাকা আবাহনী ফিরেছে অনেকটা নতুনরূপে। গত মৌসুমে বসুন্ধরায় খেলা কোস্টরিকান ফরোয়ার্ড ড্যানিয়েল কলিন্ড্রেসকে এবার দলে ভিড়িয়ে সমর্থকদের প্রত্যাশা পূরণ করেছে ক্লাবটি। বিশ্বকাপে খেলা এই ফুটবলার গত মৌসুমে দারুণ নেতৃত্ব দিয়েছিলেন কিংসের। মোহামেডানও এবার ভালো দল গড়েছে। সাইফের চমক রুয়ান্ডা জাতীয় দলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন ফুটবলার এমিরি বায়েসেঙ্গে। সেই সঙ্গে তারা নিয়েছে আর্জেন্টাইন কোচ ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানিকে, যিনি ২০০৫ সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে সাফ চ্যাম্পিয়নশিপের রানার্সআপ ট্রফি এনে দিয়েছিলেন। এবার লীগে নবাগত ক্লাব স্বাধীনতা ক্রীড়া সংঘ। তাদের চমক চার বিদেশী ফুটবলার। এবারের লীগে অংশ নিচ্ছে ১২ ক্লাব। সব মিলে গত মৌসুমের মতোই এবারও শিরোপা রেসে থাকবে ৪-৫ টি দল। তবে মৌসুমের শুরুটা কে কতটা ভালোভাবে করতে পারে সেই প্রত্যাশা নিয়েই অনুশীলনে ব্যস্ত ক্লাবগুলো।
×