ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জুনিয়রদেরও দায়িত্ব নেয়ার আহ্বান মুমিনুলের

প্রকাশিত: ২৩:৩৮, ২৬ নভেম্বর ২০২১

জুনিয়রদেরও দায়িত্ব নেয়ার আহ্বান মুমিনুলের

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে ॥ পাকিস্তানের বিপক্ষে আজ ২ টেস্টের সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশের। সাগরিকায় প্রথম টেস্টে নামার আগে একেবারে ভিন্ন চেহারার দলে পরিণত হয়েছে বাংলাদেশ। অথচ এই সিরিজ দিয়ে আইসিসির দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু হবে বাংলাদেশের। এক ঝাঁক তরুণকে নিয়ে তাই অভিজ্ঞ ও ফর্মের তুঙ্গে থাকা পাকিস্তানের বিপক্ষে নামতে হবে বাংলাদেশ দলকে। সেজন্য অধিনায়ক মুমিনুল জুনিয়রদের দায়িত্ব নিয়ে খেলার আহ্বান জানিয়েছেন। তিনি উচ্চাশা জানিয়েছেন এবার টেস্ট চ্যাম্পিয়নশিপে ২-৩ ধাপ ওপরে থেকে শেষ করার। সাকিব, তামিম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম নেই ইনজুরির কারণে, অবসর নিয়েছেন মাহমুদুল্লাহ। আর বৃহস্পতিবার ম্যাচের আগের দিন জানা গেল নির্ভরযোগ্য টেস্ট পেসার আবু জায়েদ রাহীরও সামান্য ইনজুরি সমস্যা আছে। সে কারণে শেষ মুহূর্তে এমনকি দুই পেসার সৈয়দ খালেদ আহমেদ ও নবাগত শহিদুল ইসলামকে দলে টানা হয়েছে। সবমিলিয়ে ব্যাটিং লাইনআপের শক্তিমত্তা অনেকখানিই কমে গেছে যার প্রভাব কিছুটা আছে বোলিং বিভাগেও। এখন বাংলাদেশ দলকে ব্যাটিংয়ে পুরোপুরিই ভরসা করতে হবে মুশফিক ও মুমিনুলের ওপর। অভিষেক হতে পারে মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলী রাব্বি ও রেজাউর রহমান রেজার। এ বিষয়ে মুমিনুল বলেন, ‘টেস্ট ক্রিকেটেও পকিস্তান অনেক এগিয়ে আছে। আমার কাছে মনে হয়, বিশ্বের সেরা ও শক্তিশালী দলগুলোর একটা। ওদের সঙ্গে খুব চ্যালেঞ্জিং হবে। সিনিয়র ক্রিকেটার নেই। তরুণ অধিনায়ক হিসেবে এটা আমার জন্য ও দলের সবার জন্য হতাশাজনক। নতুন যারা খেলবে, জুনিয়র যারা আছে, সবার জন্য সুযোগ এটা নিজেদের মেলে ধরার ও নিজেদের সামর্থ্য দেখানোর জন্য। বোলার যারা আছে তাদের নিয়ে আমি অনেক আত্মবিশ্বাসী। ওরা যদি ভাল জায়গায় বল করে, অবশ্যই সম্ভব ভাল করা।’ এমন পরিস্থিতিতে দলের তরুণদের দায়িত্ব নিয়ে খেলার আহ্বান জানিয়েছেন মুমিনুল। তিনি বলেন, ‘নতুন চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে, দলটা তরুণ। অধিনায়ক হিসেবে কাজটা কঠিন। ওয়ানডে-টি২০ যেটাই হোক, টেস্টে সবসময় সিনিয়র ক্রিকেটারদের প্রয়োজন হয়। চ্যালেঞ্জ অবশ্যই থাকবে। এ রকম সিনিয়র ক্রিকেটাররা না থাকলে জুনিয়র অধিনায়ক হিসেবে আমার কাজটা কঠিন হয়ে যায়। হয়তো আমার, মুশফিক ভাইয়ের একটু বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে। জুনিয়রদেরও বাড়তি দায়িত্ব নিতে হবে।’ মুমিনুল আশা করছেন ভাল ব্যাটিং উইকেট হবে সাগরিকায়। বাংলাদেশের ক্রিকেটে এখন চরম ব্যর্থতার সময় চলছে। তবে সমালোচনা না শুনে নিজেদের কাজ করে যেতে চান মুমিনুল। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটে এই প্রথম নয়, আগেও কয়েকবার হয়েছে এ রকম। সবসমময়ই এখান থেকে বের হয়েছি। এই সময়টায় মানুষ মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়ে। দুর্বল এই কারণেই হয়ে পড়ে যে আমরা বাইরের কথাগুলো অনেক বেশি নেই। আমি চেষ্টা করছি যে বাইরের কথায় বেশি কান না দিয়ে নিজের কাজের জায়গায় বেশি মনোযোগ দেয়ার। দিনেশেষে আমাদের নিজেদের ঘুরে দাঁড়ানোর জন্য নিজের কাজটাতে মনোযোগ দেয়া উচিত। বাইরের কথা বা মানুষের মুখ আপনি বন্ধ করতে পারবেন না। নিজের কান আপনি বন্ধ করতে পারবেন। যেটা আমি বিশ্বাস করি। সবাই ওভাবেই কাজ করছি।’ টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবার ৯ দলের মধ্যে সবার নিচে থাকলেও এবার মুমিনুলের লক্ষ্য ভাল করা। তিনি বলেন, ‘টেস্ট খেলতে গেলে দূরদর্শী চিন্তা করতে হবে। প্রথম থেকেই ফল না ভেবে আস্তে আস্তে এগোতে হবে। আমরাও সেভাবেই এগোচ্ছি। আমার কাছে মনে হয়, এখন যে জায়গায় আছি আমরা, টেস্ট চ্যাম্পিয়ন যখন শেষ হবে, তখন এখান থেকে ২-৩ ধাপ ওপরে উঠতে পারলে আমি খুশি।
×