ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বি’বাড়িয়ায় নির্বাচনী বিরোধে একজনকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ২৩:১৮, ২৬ নভেম্বর ২০২১

বি’বাড়িয়ায় নির্বাচনী বিরোধে একজনকে কুপিয়ে হত্যা

জনকণ্ঠ ডেস্ক ॥ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নির্বাচনী বিরোধ কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এদিকে সাতক্ষীরায় নৌকার নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি পুড়ে যায়। কুষ্টিয়ার দৌলতপুরে নৌকার প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালিয়েছে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর কর্র্মী-সমর্থকরা। এ সময় নৌকার প্রার্থীর এক সমর্থক গুলিবিদ্ধ হয়ে আহত হন। এছাড়া নেত্রকোনার পূর্বধলায় প্রতিপক্ষের হামলায় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর হামলায় চারজন আহত হয়েছেন। বুধবার রাত ও বৃহস্পতিবার এসব ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রতনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্র্বাচনী বিরোধ কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা মারুফের সমর্থক মাসুদ মিয়াকে ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। পরে গুরুতর আহত মাসুদকে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় ঢাকায় আনা হলে সেখানে তার মৃত্যু হয়। নিহত মাসুদের বাড়ি খাগাতুয়া গ্রামে। স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা মারুফ অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ নৌকার প্রার্থীর সমর্থকরা নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আমার সমর্থকের ওপর হামলা করে। এতে মাসুদ নিহত হয়। এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ বলেন, বিষয়টি তদন্ত চলছে। দায়ীদের আইনের আওতায় আনা হবে। নৌকার প্রার্থী জায়েদ হাসান শাকিল বলেন, এটি নির্বাচনী বিরোধের সহিংসতা নয়। সাতক্ষীরায় নৌকার অফিসে আগুন ॥ কালিগঞ্জের নলতা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আধারে নৌকার নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি নষ্ট হয়েছে। বুধবার রাত তিনটার দিকে নলতা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম পাইকাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নৌকার প্রার্থী আবুল হোসেন পাড় জানান, বিএনপি-জামায়াতের নাশকতা মামলার আসামিরা জামিনে এলাকায় এসে স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমানের পক্ষ নিয়ে নৌকার কর্মী-সমর্থকদের হুমকি ধামকি দিয়ে আসছে। বুধবার সন্ধ্যায়ও তারা নলতার কাশিবাটি গ্রামের আওয়ামী লীগের কর্মী আনসার আলি সরদার, রশিদ, জয়নাল ও মিজানুর রহমানকে নৌকার পেছনে না ছুটতে হুমকি প্রদান করেন । দৌলতপুরে গুলিবিদ্ধসহ আহত ২ ॥ কুষ্টিয়ার দৌলতপুরে খালেদা জিয়ার মুক্তি চেয়ে নৌকার প্রার্থীর সমর্থকদের ওপর বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়েছে। বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের গুলিতে সাগর (৩২) নামে নৌকা প্রার্থীর এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ বিএনপি সমর্থিত প্রার্থীর কর্মীরা নৌকা প্রার্থীর কর্মীর মোটরসাইকেলে পুড়িয়ে দেয়। বুধবার রাত ৮টার দিকে হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুর বটতলা এলাকায় সংঘর্ষ, গুলি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অপরদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরিচা ইউনিয়নের মাজদিয়াড় মোড় এলাকায় নৌকা প্রার্থী শাহ আলমগীরের সমর্থক টুয়েলকে (৩৭) প্রতিপক্ষ আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জেয়াদুর রহমান জজের সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। নেত্রকোনায় আহত ৪ ॥ পূর্বধলার বৈরাটি ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর ৪ কর্মী-সমর্থক আহত হয়েছেন। বুধবার রাতে আলমপুর বাজার এলাকার এ ঘটনা ঘটে। ফরিদপুরে আহত ৩ ॥ ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুনসুর আহম্মেদের (আনারস প্রতীক) সমর্থকদের ওপর বুধবার সন্ধ্যায় হামলা হয়েছে রাজেশ্বরদী গ্রামের। এ ঘটনায় ৩ জন আহত হয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মুনসুর আহম্মেদ বলেন, বুধবার সন্ধ্যায় রাজেশ্বরদী গ্রামের ১০-১২ জন কর্মী আমার আনারস প্রতীকে ভোট চাইতে পাশের হাজরাকান্দা গ্রামে যায়। এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফিরুজুর রহমান (চশমা প্রতীক) এর শতাধিক কর্মী আমার কর্মীদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। হামলাকারীরা কুপিয়ে ও পিটিয়ে তার ৩ কর্মীকে আহত করে। তিনি বলেন, আহত সেন্টু চোকদার (৪৫) ও হান্নান হাওলাদার (৪৩)কে গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসার জন্য নেয়া হয়েছে। অপর আহত বাপ্পি হাওলাদার (৪০)কে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী ফিরুজুর রহমান বলেন, আমার কোন কর্মী আনারস প্রতীকের কর্মীদের ওপর হামলা করেনি। সোনারগাঁয়ে নৌকার প্রার্থীকে গুলি ॥ বৃহস্পতিবার সন্ধ্যায় জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় নৌকার প্রার্থী হুমায়ুন কবির ভূঁইয়াকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় নৌকা ও লাঙ্গল প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ২০ জন নেতাকর্মী আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮-১০ রাউন্ড গুলি ছুড়ে। এলাকাবাসী জানান, বৃহস্পতিবার বিকেলে জামপুর ইউনিয়নে জাতীয় পার্টির সমর্থিত লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুল আলম মাকসুদ ভুইয়া তার নেতাকর্মী নিয়ে নির্বাচনী প্রচারণায় বের হোন। বস্তল এলাকায় আসলে নৌকার সমর্থিত নেতাকর্মীরা মাকসুদের গাড়ির পথরোধ করে এলোপাতাড়ি পিটিয়ে তার নেতাকর্মীদের আহত করে।
×