ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ২৩:১৩, ২৬ নভেম্বর ২০২১

উবাচ

মুখ নেই স্টাফ রিপোর্টার ॥ বিএনপি নির্বাচনকে ভয় পায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্প্রতি দলীয় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমান সরকার দেশের ব্যাপক উন্নয়ন করেছে। সারা বিশ্বে এখন বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে প্রশংসা করা হচ্ছে। কিন্তু বিএনপি ক্ষমতায় থাকতে দেশের উন্নয়নে কোন কাজ করেনি। তারা করেছে কেবল নিজেদের উন্নয়ন। তাই বিএনপির জনগণের কাছে ভোট চাওয়ার মুখ নেই। ওবায়দুল কাদের বলেন, দেশের উন্নয়ন ও অর্জনে ঈর্ষান্বিত হয়ে বিএনপি সাম্প্রদায়িক অপশক্তিকে সঙ্গে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। ওই দলের এক নেতা লন্ডনে বসে সাম্প্রদায়িক অপশক্তিকে উস্কানি দিচ্ছে। তাই সবাইকে এই অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। নির্বাচন সম্পর্কে বিএনপির নেতিবাচক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে হবে। তাই সেই নির্বাচনে কে অংশ নিল আর কে নিল না সে জন্য কেউ বসে থাকবে না। মূল্য দিচ্ছি স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি জাতীয় প্রেসক্লাবের সামনে দলীয় এক কর্মসূচী পালন করতে গিয়ে বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের কিছু নেতাকর্মী স্লোগানের পাশাপাশি রাজপথে কঠোর কর্মসূচী ঘোষণার দাবি জানায়। কেউ বলে হরতাল দিতে হবে, কেউ বলে রাজপথ অচল করে দিতে হবে, আবার কেউ কেউ বলতে থাকে সরকারবিরোধী আন্দোলন সফল না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাওয়া যাবে না। এ সময় বারবার মির্জা ফখরুল তাদের হৈচৈ বন্ধ করে মনোযোগ দিয়ে তার বক্তব্য শুনতে বলেন। কিন্তু তারপরও ওই নেতাকর্মীরা হৈচৈ করতে থাকেন। এ সময় কিছুটা বিরক্ত হয়ে মির্জা ফখরুল বলেন সবাই চুপ করেন। হঠকারিতা করবেন না। অতীতে হঠকারিতার জন্য আমরা অনেক মূল্য দিচ্ছি। নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা করা যাবে না। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আমাদের দাবি আদায় করতে চাই। আন্দোলন করেই আমরা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করে মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। জোর করে! স্টাফ রিপোর্টার ॥ পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি ক্ষোভ প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের জোর করে বাস ভাড়া বেশি নেয়া হচ্ছে। কিন্তু তা দেখার যেন কেউ নেই। সম্প্রতি দলের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, সড়কে পরিবহন শ্রমিকেরা যাত্রীদের সঙ্গে যে আচরণ করছেন, তা মেনে নেয়া যায় না। সড়কের নৈরাজ্য বন্ধ করতে হবে। জিএম কাদের বলেন, সরকার যে ভাড়া নির্ধারণ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা যাত্রীদের কাছ থেকে তারচেয়ে বেশি ভাড়া আদায় করছে। এতে প্রতিদিন বাসে চড়ে গন্তব্যে যেতে হেনস্তাার শিকার হচ্ছেন যাত্রীরা। প্রতিবাদ করলে সইতে হয় অবর্ণনীয় নির্যাতন। আবার ছাত্রদের কাছ থেকে হাফ ভাড়ার পরিবর্তে আদায় করা হচ্ছে পুরো ভাড়া।
×