ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ময়লার গাড়ির চালকদের কঠোর শাস্তি ॥ তাজুল

প্রকাশিত: ২৩:১৩, ২৬ নভেম্বর ২০২১

ময়লার গাড়ির চালকদের কঠোর শাস্তি ॥ তাজুল

স্টাফ রিপোর্টার ॥ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় পর পর দুইদিনে দুইজন নিহত হওয়ার ঘটনায় চালকদের কঠোর শাস্তি দিতে রাষ্ট্র ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করছেন স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনা খুব দুঃখজনক ও বেদনাদায়ক। সিটি কর্পোরেশনকে আমি ব্যক্তিগত-ভাবে সঠিকভাবে দায়িত্ব পালনের কথা বলব। ইতোমধ্যে সিটি কর্পোরেশনের চালকদের ফিটনেস যাচাইয়ের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। উল্লেখ্য, গত বুধবার গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হন। এ নিয়ে আন্দোলন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। তারা সহপাঠী নিহতের বিচার ও নিরাপদ সড়কের দাবি জানিয়ে আসছেন। বৃহস্পতিবারও গুলিস্তান নূর হোসেন চত্বরে ছাত্ররা চালকের শাস্তি চেয়ে বিক্ষোভ করেছে। এরই মধ্যেই পান্থপথে বসুন্ধরা সিটির সামনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় আহসান কবীর খান (৪৫) নামে আরেকজন নিহত হন। এ ঘটনায় নগরবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত বেপরোয়া চালকদের শাস্তি চান। রাস্তা দিয়ে সিটি কর্পোরেশনের গাড়িগুলো সব সময় বেপরোয়াভাবে চলাচল করছে। এতে করে সড়ক দুর্ঘটনা বাড়ার সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। শুধু তাই নয়, ময়লার গাড়িগুলো থেকে আবর্জনা বেরিয়ে প্রায়ই পথচারীদের কাপড় চোপড় নষ্ট হয়ে যাচ্ছে। এমনিতেই ময়লার গাড়ি দেখলে নগরবাসী আগেভাগে নিরাপদ দূরত্বে সরে যান। এরপরও চালকদের বেপরোয়া ও খামখেয়ালির কারণে দুর্ঘটনা বাড়ছে। এসব চালকদের কঠোর শাস্তি হওয়া উচিত বলে মনে করছেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি আরও বলেন, প্রাতিষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য বলা হয়েছে। এ ঘটনায় গাড়ি চালকদের শাস্তি পেতে হবে। দেশের কেউ আইনের উর্ধে নয়।
×