ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাসে হাফ ভাড়ার দাবিতে চট্টগ্রামেও বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ২৩:১০, ২৬ নভেম্বর ২০২১

বাসে হাফ ভাড়ার দাবিতে চট্টগ্রামেও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ঢাকার মতো চট্টগ্রামেও গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া দাবিতে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বামপন্থী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে সেখান থেকে ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পরে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর দুই নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। পাঁচলাইশ থানার পুলিশ জানায়, ২৫-২৬ জনের একটি মিছিল ওই এলাকায় বিক্ষোভ করে সড়ক অবরোধ করার চেষ্টা করছিল। এরপর সেখানে আরও কিছু যুবক যোগ দেয়। এরপর সড়ক অবরোধের চেষ্টা করে। তারা বিক্ষোভ সমাবেশ করে সেখান থেকে মিছিল বের করার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। মিছিল থেকে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা নিয়ে আসা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করেছি, কারা তাদের রাস্তায় নামিয়েছে, তাদের নেপথ্যে কে রয়েছে। ছাত্রছাত্রীর বাইরে সেখানে আর কারা আছে, এ বিষয়ে জিজ্ঞেস করেছি। আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। এরপর মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে। সূত্রে জানা গেছে, ওই চারজনের মধ্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের চট্টগ্রাম নগর শাখার সাংগঠনিক সম্পাদক মিরাজ উদ্দিন এবং ছাত্র ফেডারেশন চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক সাইফুর রুদ্র এবং অন্য দুজন সাধারণ শিক্ষার্থী ছিল। উল্লেখ্য এর আগেও মঙ্গলবার নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় মানববন্ধন ও মিছিল করে বাম সংগঠনের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা।
×