ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিসিএসের লিখিত পরীক্ষা ২৯ নবেম্বর

প্রকাশিত: ২১:৪০, ২৬ নভেম্বর ২০২১

বিসিএসের লিখিত পরীক্ষা ২৯ নবেম্বর

জনকণ্ঠ ডেস্ক ॥ ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৯ নবেম্বর ১০টা থেকে অনুষ্ঠিত হয়ে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। বৃহস্পতিবার বাংলাদেশ সরকারী কর্ম কমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ইতোপূর্বে গত ১৯ মার্চ অনুষ্ঠিত ৪১তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টে মোট ২১ হাজার ৫৬ জন প্রার্থী পাস করে। পরীক্ষার হলে বই-পুস্তক, ব্যাগ, মানিব্যাগ, হাতঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর বা ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র সামগ্রী আনা নিষিদ্ধ। এছাড়াও পরীক্ষার হলে প্রার্থীরা গহনা অলঙ্কার জাতীয় কিছু ব্যবহার এবং ক্রেডিট কার্ড/ব্যাংক কার্ড বা এ ধরনের কোন কিছু বহন করতে পারবে না।
×