ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নালায় সাদিয়ার মৃত্যু

১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট

প্রকাশিত: ২১:৪০, ২৬ নভেম্বর ২০২১

১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রামে ড্রেনে পড়ে শিক্ষার্থী সেহরীন মাহবুব সাদিয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তাদের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। অন্যদিকে, শিক্ষার্থীদের জন্য দেশের সব ধরনের সরকারী-বেসরকারী বাস, লঞ্চ ও ট্রেনে ভাড়া অর্ধেক করতে নির্দেশনা চেয়ে আনা রিটের শুনানি হবে আগামী রবিবার। রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ এটি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেহরীন মাহবুব সাদিয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তাদের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক), চিলড্রেন্স চ্যারিটি বাংলাদেশ (সিসিবি) ফাউন্ডেশন এবং ওই শিক্ষার্থীর মামা জাহিদ উদ্দিন বেলালের পক্ষে ব্যারিস্টার অনিক আর হক এ রিট দায়ের করেন। তিনি বলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হবে । হাফ ভাড়া চেয়ে রিটের শুনানি রবিবার ॥ শিক্ষার্থীদের জন্য দেশের সব ধরনের সরকারী-বেসরকারী বাস, লঞ্চ ও ট্রেনে ভাড়া অর্ধেক করতে নির্দেশনা চেয়ে আনা রিটের শুনানি হবে আগামী রবিবার। রিটটি বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত বেঞ্চে বৃহস্পতিবার রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হয়। আইনজীবী ইউনুছ আলী আকন্দ রিটটি শুনানির জন্য উপস্থাপন করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আদালত আগামী রবিবার রিটের শুনানির জন্য তালিকায় দেবে। ওই দিন শুনানি হবে।’
×