ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিশু নিয়ে তিন নারীর কাড়াকাড়ি

প্রকাশিত: ২১:৩৭, ২৬ নভেম্বর ২০২১

শিশু নিয়ে তিন নারীর কাড়াকাড়ি

নিজস্ব সংবাদদাতা, ভৈরব ॥ বুধবার সন্ধ্যায় ভৈরব পৌর কবরস্থানে পাগলীর গর্ভ থেকে জন্ম নেয়া এক শিশু নিয়ে তিন নারীর কাড়াকাড়ির পর শিশুটি নেয়া হয় রেলওয়ে থানায়। তিন নারীই শিশুটিকে লালন-পালনের দায়িত্ব নিতে চান। শিশুটিকে রেলওয়ে থানায় নিয়ে গেলে থানার ওসি ফেরদাউস আহম্মদ বিশ্বাস শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করেন। বিষয়টি পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। ভৈরব রেলওয়ে থানার ওসি মোঃ ফেরদাউস আহম্মদ বিশ্বাস বলেন, বুধবার সন্ধ্যায় কোন এক পাগলীর ঘরে শিশুটির জন্ম হয় রেলওয়ে স্টেশনের কাছে রেললাইন সংলগ্ন এলাকায়। শিশুটি জন্ম হওয়ার পর পাগলী পালিয়ে যায়। এ সময় এক নারী শিশুটিকে দেখে কোলে নেন। তারপর আরও দুজন নারী এসে শিশুটিকে নিয়ে যেতে চান।
×