ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খুবিকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিতে সম্মিলিত চেষ্টা চলছে ॥ উপাচার্য

প্রকাশিত: ২১:৩৬, ২৬ নভেম্বর ২০২১

খুবিকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিতে সম্মিলিত চেষ্টা চলছে ॥ উপাচার্য

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ নানা অনুষ্ঠান আয়োজনে উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। উদ্বোধন শেষে উপাচার্যের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা হাদী চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাদী চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় কোন আঞ্চলিক বিশ্ববিদ্যালয় নয়, এটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়। আমাদের সামনে শুধু আকাশ। আমরা এখন আকাশ ছুঁতে চাই। বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনায় আমরা দেশে-বিদেশে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে চাই। এ লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সম্মিলিতভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। শোভাযাত্রায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ডিনবৃন্দ, ডিসিপ্লিন প্রধানবৃন্দ, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্টসহ বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশ খুলনার রাষ্টায়ত্ত পাটকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সকল পাওনা পরিশোধের দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টায় আলিম জুট মিল্স গেটের হাফিজুর রহমান স্মৃতি সংসদ কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় খুলনা যশোর অঞ্চলের বিজেএমসির অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তাদের সকল পাওনা পরিশোধের দাবিতে কেন্দ্র ঘোষিত ৩০ নবেম্বর ঢাকায় বিজেএমসির কার্যালয়ের সামনে আহূত কর্মসূচী সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন। বক্তব্য রাখেন সদস্য সচিব এসএম জাকির হোসেন, জাকির হোসেন, মঞ্জুরুল করিম, আব্দুল ওহাব, আবু জাফর, আঃ মতিন হাওলাদার, শেখ আব্দুল জব্বার, গোলাম মোস্তফা, আবুল হোসেন, প্রশান্ত চল্ডবর্তী, মোশারফ হোসেন, মোজাফফার হোসেন গাজী, আসাদুজ্জামান, ইউনুসুর রহমান, প্রদীপ দাস, খন্দকার শহিদুল ইসলাম, দেলোয়ার উদ্দিন দিলু প্রমুখ। নাইম হত্যার বিচার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর ॥ ঢাকা নটর ডেম কলেজের ছাত্র নাইমকে দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে চাপা দিয়ে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সারদা সুন্দরী মহিলা কলেজের ছাত্রী খাদিজাতুল কোবরার সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিতি ছিলেন। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাসিন-এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষার্থী ঈশিতা আক্তার, সাইবা আক্তার, সরকারী ইয়াছিন কলেজের শিক্ষার্থী হাসিবুল হাসান বায়োজীদ, আবু বক্কর সিদ্দিক আয়শা আক্তার, লাইজু আক্তার প্রমুখ। আজ মাগুরায় কামান্না দিবস নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় পাক বাহিনীর হাতে শহীদ ২৭ বীর মুক্তিযোদ্ধার শহীদ দিবস আজ ২৬ নবেম্বর। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই দিনে মাগুরার ২৭ বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন কামান্না গ্রামে। আজ শুক্রবার সকাল ১০টায় (২৬ নবেম্বর ২১) ১০টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ এই ২৭ শহীদ বীর মুক্তিযোদ্ধার স্মরণে কামান্না স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে। এরপর মাগুরার হাজিপুর গ্রামে স্থানীয় মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এ বছর ইউপি নির্বাচনের কারণে মাগুরার হাজিপুর গ্রামে কোন আলোচনা সভা অনুষ্ঠিত হবে না। দিবসটি মাগুরাবাসীর কাছে একাধারে গর্বের অন্যদিকে বেদনার। এই ২৭ শহীদ বীর মুক্তিযোদ্ধার স্মরণে হাজিপুর গ্রামে স্মৃতিস্তম্ভ নির্মাণ হয়েছে। মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ এই ২৭ শহীদ মুক্তিযোদ্ধার স্মরণে (শুক্রবার ২৬ নবেম্বর ২১) সকাল ১০টায় কামান্না স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে। সিদ্ধিরগঞ্জে কারখানার ম্যানেজার গ্রেফতার স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় ভেজাল ও ক্ষতিকর খাদ্য পানীয় তৈরি ও বাজারজাত করার অভিযোগে লোকমান হাকিম (৪৬) নামে একটি কারখানার ম্যানেজাকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১১’র এএসপি রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বুধবার বিকেলে অনুনমোদিত ‘মল্লিক ফুড কনজুম্যার এ্যান্ড বেভারেজ’ কারখানায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় উক্ত কারখানায় উৎপাদিত বিপুল পরিমাণ ভেজাল শিশু খাদ্যপণ্য ললিপপ, আইস ললি, লিচি, ম্যাঙ্গো জুস, চকোলেট ও ভেজাল খাদ্যপণ্য উৎপাদনের কাজে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক দ্রব্যাদি জব্দ করা হয়। র‌্যাব জানায়, একটি চক্র কয়েক বছর ধরে সিদ্ধিরগঞ্জ থানাধীন নিমাইকাশারী এলাকায় জনৈক নুরুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে সরকারী অনুমোদন বিহীন ‘মল্লিক ফুড কনজুম্যার এ্যান্ড বেভারেজ’ কারখানা চালিয়ে আসছিল। সীতাকুণ্ডে ৮ দোকান পুড়ে ছাই সংবাদদাতা, সীতাকুণ্ড ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ছোট কুমিরা বাজারে এ অগ্নিকা-ের ঘটনায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। কুমিরা ফায়ার সার্ভিসের লিডার মিঠু দেওয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
×