ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শাহজাদপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ২১:৩৩, ২৬ নভেম্বর ২০২১

শাহজাদপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতার দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছে শাহজাদপুরে কর্মরত সাংবাদিক। বিক্ষোভ শেষে ভিকটিম মাইটিভির শাহজাদপুর প্রতিনিধি জাকারিয়া মাহমুদ বাদী হয়ে রাইয়ান লোদী, আব্দুল মজিদের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব শাহজাদপুরে জরুরী সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব শাহজাদপুরের সভাপতি আতাউর রহমান পিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, লাইফ হাসান চৌধুরী (ইত্তেফাক), মামুন রানা (বাংলাদেশ সময়), আব্দুল কুদ্দুস (ভোরের কাগজ), ফরিদ আহমেদ চঞ্চল (আজকের পত্রিকা), শফিকুল ইসলাম পলাশ (দোলন চাঁপা) প্রমুখ। অন্যদিকে, এদিন দুপুরে শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কু-ুর সভাপতিত্বে অনুষ্ঠিত অপর প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আবুল কাশেম (নয়াদিগন্ত), সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির (জনকণ্ঠ), এমএ জাফর লিটন (যায়যায় দিন), হাসানুজ্জামান তুহিন (প্রতিদিনের সংবাদ), আল আমিন হোসেন (দিনকাল), শামছুর রহমান শিশির (এ যুগেরদীপ), জহুরুল ইসলাম (আমার সংবাদ), সাগর বসাক (মানবজমিন), মনিরুল গণি চৌধুরী শুভ্র (প্রান্তিক সংবাদ), ফারুক হাসান কাহার (ডেইলি বাংলাদেশ) প্রমুখ।
×