ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জেরুজালেমে আরও তিন হাজার বসতি নির্মাণ করবে ইসরাইল

প্রকাশিত: ২১:৩০, ২৬ নভেম্বর ২০২১

জেরুজালেমে আরও তিন হাজার বসতি নির্মাণ করবে ইসরাইল

জেরুজালেমে আরও তিন হাজার বসতি নির্মাণের প্রাথমিক অনুমোদন দিয়েছে দখলদার ইসরাইল। ফিলিস্তিন বিষয়ক দখলদার ইসরাইলের কথিত পৌরসভা এই অনুমোদন দিয়েছে। প্রাথমিকভাবে তিন হাজার বসতি নির্মাণের অনুমোদন দেয়া হলেও শেষ পর্যন্ত ছয় হাজার বসতি নির্মাণ করা হবে।- খবর এএফপির ফিলিস্তিনী পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অধিকৃত ভূখণ্ডকে ইহুদীকরণের অংশ হিসেবে এই বসতি নির্মাণ করা হচ্ছে এবং পরিকল্পিত ফিলিস্তিন রাষ্ট্র গঠনের যে পরিকল্পনা রয়েছে তাতে বর্তমান ফিলিস্তিনী ভূখণ্ড থেকে বায়তুল মুকাদ্দাস শহরকে পুরোপুরি বিভক্ত করার তৎপরতা চালাচ্ছে তেলআবিব। ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইলী সেনারা পূর্ব বায়তুল মুকাদ্দাস শহর দখল করে নেয়। তবে আন্তর্জাতিক সমাজ ইসরাইলের এই দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি। সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ৮ সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে জাতিসংঘের একটি নিরাপত্তা বহরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত আটজন নিহত ও স্কুল শিক্ষার্থীসহ ২৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবারের এ বিশাল বিস্ফোরণে মোগাদিশু প্রকম্পিত হয়ে ওঠে।জঙ্গী গোষ্ঠী আল শাবাব হামলার দায় স্বীকার করেছে। তারা বিস্ফোরক ভরা একটি গাড়ি ব্যবহার করে হামলাটি চালিয়েছে। বিস্ফোরণের পর শহরের ওপরে ঘন ধোঁয়ার একটি স্তম্ভ দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর ঘটনাস্থলের আশপাশে গুলির শব্দ শোনা গেছে। - রয়টার্স
×