ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিশু নিয়ে প্রবেশ নিষেধ করল ব্রিটেনে হাউস অব কমন্স

প্রকাশিত: ২১:১৮, ২৫ নভেম্বর ২০২১

শিশু নিয়ে প্রবেশ নিষেধ করল ব্রিটেনে হাউস অব কমন্স

অনলাইন রিপোর্টার ॥ স্টেলা ক্রিজি তার তিন মাসের ছেলে সন্তানকে বুকে ঝুলিয়ে পার্লামেন্টে এসেছিলেন। সম্প্রতি ব্রিটেনের সংসদ সদস্যরা শিশু সন্তানদের নিয়ে পার্লামেন্টে আসার অনুমতির জন্যে ক্যাম্পেইন করছিলেন। হাউস অব কমন্সের স্পিকার গম্ভীর কণ্ঠে বললেন অর্ডার, অর্ডার, স্টেলা ক্রিজি আপনাকে বলছি আপনি পার্লামেন্টে আপনার ‘সেকেন্ড জব’ অর্থাৎ শিশু সন্তানকে নিয়ে আসতে পারেন না। তখন স্টোল বুকে ঝুলানো ব্যাগে শিশুটি ঘুমাচ্ছিল। পার্লামেন্ট থেকে ইমেইলে মিস স্টেলাকে বিষয়টি নিয়ে তার আচরণ ও সংসদের আচরণ বিধির ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। স্টেলা আক্ষেপ করে বলেন, শিশুকে বুকে নিয়ে আমি সংসদে কথা বলতে পারব না, এটি বিধিতে পরিণত করা হয়েছে।
×