ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সন্তান হারানো বেদনাদায়ক-মর্মান্তিক ঘটনা : মেয়র তাপস

প্রকাশিত: ২০:৫২, ২৫ নভেম্বর ২০২১

সন্তান হারানো বেদনাদায়ক-মর্মান্তিক ঘটনা : মেয়র তাপস

অনলাইন রিপোর্টার ॥ আমি কথা দিচ্ছি দক্ষিণ সিটির সকল জঞ্জাল মুক্ত করা হবে। এ ঘটনার সঙ্গে জড়িত গাড়ি চালক ও তার বদলি চালকসহ দু’জনকেই শাস্তি পেতে হবে। এছাড়া নাঈমের নামে এ বছরই ফুটওভার ব্রিজ করা হবে বলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। মেয়র বলেন, আসলে সন্তান হারা পিতা-মাতাকে তো সান্ত্বনা দেওয়া যায় না। আমার নিজেরও দুই সন্তান। নিজেই উপলব্দি করি, এটা কি রকম বেদনাদায়ক-মর্মান্তিক ঘটনা। এই কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। বৃহস্পতিবার (২৫ নবেম্বর) নগর ভবনের সামনে অবস্থান নেন নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। এ সময় নাঈমের সহপাঠীদের সঙ্গে দেখা করে ডিএসসিসি মেয়র এই আশ্বাস দেন। তিনি আরও বলেন, এ রকম গাফিলতি, কোনো অন্যায় বরদাশত করা হবে না। আমরা এরই মাঝে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে ব্যবস্থা নেওয়া আরম্ভ করেছি। আমরা তদন্ত কমিটি করেছি এবং আমরা এরই মাঝে তাদেরকে চিহ্নিত করেছি। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং প্রাতিষ্ঠানিক যে কার্যক্রম আছে সেগুলোও আমরা নেবো। যাতে করে সুষ্ঠুভাবে বিচার সম্পন্ন হয় এবং সর্বোচ্চ শাস্তি যেনো হয়, সেটাই আমরা কামনা করি।
×