ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক ১

প্রকাশিত: ২০:০৩, ২৫ নভেম্বর ২০২১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক ১

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের সময় বাবুল হাওলাদার (৪২) নামে এক দুর্বৃত্তকে আটক কেরেছে বনরক্ষীরা। বৃহস্পতিবার (২৫ নবেম্বর) বিকেলের দিকে শরণখোলা রেঞ্জের ভোলা ফরেস্ট ক্যাম্পের রায় বাঘিনী খাল থেকে ওই দুর্বৃত্তকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি ডিঙি নৌকা, এক বোতল রিফকড কীটনাশক এবং বিষ দিয়ে ধরা প্রায় ১০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। আটক বাবুল হাওলাদার উপজেলার সাউথখালী ইউনিয়নের বনসংলগ্ন সোনাতলা গ্রামের মতিয়ার হাওলাদারের ছেলে। পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, রায় বাঘিনী খালে পাসবিহীন কয়েকজন জেলে বিষ দিয়ে শিকারের গোপন সংবাদ জানতে পেরে শরণখোলা স্টেশন ও ভোলা ক্যাম্পের বনরক্ষীরা অভিযান চালিয়ে বাবুলকে আটক করে। এসময় বিষ পার্টির অন্য সদস্যরা দৌড়ে গহীন বনে পালিয়ে যায়। এসও আব্দুল মান্নান জানান, বাবুলের বিরুদ্ধে এর আগে বিষ দিয়ে মাছ ও হরিণ শিকারের দুটি মামলা রয়েছে। একমাস আগে জেল থেকে মুক্তি পেয়ে আবার পুরনো পেশায় ফিরেছে সে। তার বিরুদ্ধে বন আইনে মামাল দিয়ে শুক্রবার সকালে আদালতে পাঠানো হবে।
×