ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে মাদক মামলায় এক জনের ৫ বছরের সশ্রম কারাদন্ড

প্রকাশিত: ১৮:২১, ২৫ নভেম্বর ২০২১

ঝালকাঠিতে মাদক মামলায় এক জনের ৫ বছরের সশ্রম কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালত মাদক নিয়ন্ত্রন আইনের মামলায় মোঃ সোহেল হাওলাদারকে (৩৫) ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের দন্ডাদেশ প্রদান করেছে। এই আদালতের বিচারক মোঃ শহিদুল্লাহ বৃহস্পতিবার এই রায় ঘোষনা করেছেন। মোঃ সোহেল হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয় গ্রামের আব্দুল জলিল হাওলাদারের পুত্র। ২০১৮ সালের ৫ মে বেলা আড়াইটার সময় নলছিটি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলাধিন জুরকাঠি গ্রামের আসাদ শিশু একাডেমি কেজি স্কুলের পিছনে অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ সোহেল হাওলাদার কে গ্রেফতার করে এবং নলছিটি থানার এসআই আশ্রাফুজ্জামান বাদি হয়ে একইদিন নলছিটি থানায় মামলা দায়ের করেন। ২০১৮ সালের ৪ জুন এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। আদালত ৫ জন সাক্ষির স্বাক্ষ্য গ্রহন করেন। সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার হওয়ার পরে আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন।
×