ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মঠবাড়িয়ায় দাফনের ৪৩ দিন পর কবর থেকে যুবকের লাশ উত্তোলন

প্রকাশিত: ১৭:৪৮, ২৫ নভেম্বর ২০২১

মঠবাড়িয়ায় দাফনের ৪৩ দিন পর কবর থেকে যুবকের লাশ উত্তোলন

সংবাদদাতা, মঠবাড়িয়া (পিরোজপুর) ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় নিহত ইমরান গাজী (২৬) নামে এক যুবকের লাশ দাফনের ৪৩ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পিরোজপুর নির্বাহী ম্যজিস্ট্রে মোঃ নাহিদ হাসান ও ডাক্তার প্রীতম কুমার পাইকের উপস্থিতিতে মামলার পিবিআই এর তদন্তকারি কর্মকর্তা ইন্সপেক্টর আহসান কবির এ লাশ উত্তোলন করেন। উল্লেখ্য, গত ১১ অক্টোবর সোমবার দুপুরে পৌর শহরের সবুজ নগর গ্রামের আউয়াল শরীফের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় একটি কক্ষে ফ্যান লাগানোর রডের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ইমরান গাজীর মরদেহ উদ্ধার করে মঠবাড়িয়া থানা পুলিশ। এ ঘটনা থানায় মামলা না নেয়ায় নিহতের ভাই আব্দুল্লাহ গাজী বাদি হয়ে ১৮ অক্টেবর ৫ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতের বিচারকি হাকিম মোঃ কামরুল আজাদ মামলাটি আমনে নিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেষ্টিকেশন (পিবিআই) কে তদন্তের আদশে দেন। ইমরান গাজী পেশায় ইলেক্টট্রিক মিস্ত্রি ছিলেন। সে পৌর শহরের সবুজ নগর গ্রামের মৃত মন্নান গাজীর ছেলে। মামলার তদন্তকারি কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর আহসান কবির জানান, আদালতের নির্দেশে নির্বাহী ম্যজিস্টেট ও ডাক্তারের উপস্থিতিতে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।
×