ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পেকুয়ায় চেয়ারম্যান প্রার্থীকে নোটিশ

প্রকাশিত: ১৪:৪৫, ২৫ নভেম্বর ২০২১

পেকুয়ায় চেয়ারম্যান প্রার্থীকে নোটিশ

সংবাদদাতা, পেকুয়া ॥ পেকুয়ার মগনামায় ৩০টি অফিস ও ৩৫টি তোরণ স্থাপন করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শরাফত উল্লাহ চৌধুরী ওরফে ওয়াসিমকে লিখিতভাবে জানানোর পরও এসব অফিস-তোরণ সরিয়ে না ফেলাতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো: রেজাউল করিম। আজ বৃহস্পতিবার এ নোটিশ জারি করে উপজেলা নির্বাচন অফিস। নোটিশে উল্লেখ করা হয় মগনামা ইউপি নির্বাচনে মটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শরাফত উল্লাহ চৌধুরীকে তিনটির অধিক নির্বাচনী অফিস এবং গেট ২১ নবেম্বর ২৪ ঘন্টার মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছিল। বেধে দেয়া সময় পার হয়ে গেলেও কোন নির্বাচনি অফিস এবং গেট সরাননি তিনি। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও মগনামা ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো: রেজাউল করিম বলেন, তিনের অধিক নির্বাচনী অফিস ও গেটগুলো সরিয়ে ফেলার জন্য আবারও লিখিতভাবে জানিয়েছি। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
×