ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে ডাকাত সর্দার রায়হান গ্রেফতার

প্রকাশিত: ১৩:৪৭, ২৫ নভেম্বর ২০২১

গফরগাঁওয়ে ডাকাত সর্দার রায়হান গ্রেফতার

নিজস্ব সংবাদাতা, গফরগাঁও ॥ ময়মনসিংহের গফরগাঁওয়ের খুন, ডাকাতি, অস্ত্র মামলার আসামি আন্তঃজেলার ডাকাত সর্দার মোঃ রায়হান (৪০) কে বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ত্রিমোহনী এলাকা থেকে গ্রেফতার করেছে পাগলা থানা পুলিশ। আন্তঃজেলা ডাকাত সর্দার মোঃ রায়হান উপজেলার নিগুয়ারী ইউনিয়নে বেলদিয়া গ্রামে আব্দুর রশিদের ছেলে। পাগলা থানার ওসি রাশেদুজ্জামান জানান, বুধবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতির সময় ত্রিমোহনী এলাকা থেকে রায়হান গ্রেফতার করা হয়। রায়হানের বিরুদ্ধে গফরগাঁও, পাগলা, পাকুন্দিয়া, হোসেনপুর, শ্রীপুরসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, অপহরণসহ ১২টি মামলা রয়েছে। এছাড়া পাগলা থানায় তার বিরুদ্ধে ৫টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। রায়হান ডাকাত গফরগাঁওয়ের আলোচিত ইলিয়াছ হত্যা মামলার পলাতক আসামি। তিনি আরও জানান, সে টাকার বিনিময়ে মানুষ হত্যা করত। আজ বৃহস্পতিবার সকালে কুখ্যাত ডাকাত সর্দার রায়হানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
×