ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খালেদার বিদেশে চিকিৎসার দাবিতে যুবদলের বিক্ষোভ চলছে

প্রকাশিত: ১২:০৯, ২৫ নভেম্বর ২০২১

খালেদার বিদেশে চিকিৎসার দাবিতে যুবদলের বিক্ষোভ চলছে

অনলাইন ডেস্ক ॥ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী যুবদল। আজ বৃহস্পতিবার (২৫ নবেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিক্ষোভ সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। যুবদলের সমাবেশকে কেন্দ্র করে প্রেস ক্লাবের সামনে যান চলাচল বিলম্বিত হচ্ছে। সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। যুবদল সভাপতি সাইফুল ইসলাম নীরবের সভাপতিত্বে সমাবেশে যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত রয়েছেন। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে তার চিকিৎসার অনুমতি দাবিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার সারাদেশে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেন। আটদিনের সেই কর্মসূচির অংশ হিসেবেই বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। বুধবার মির্জা ফখরুল ঘোষিত আটদিনের কর্মসূচির মধ্যে আরও রয়েছে- ২৬ নভেম্বর বাদ জু'মা খালেদা জিয়ার মুক্তি ও রোগমুক্তির জন্য দোয়া চাওয়া হবে এবং অন্যন্যা সম্প্রদায়ের যারা আছেন তারা তাদের উপাসনালয়ে প্রার্থনা করবেন, ২৮ তারিখ স্বেচ্ছাসেবক দল ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করবে, ৩০ তারিখে বিভাগীর সদরগুলোতে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি মহাসচিব আরও জানান, এসব কর্মসূচির বাইরে আগামী ১ ডিসেম্বর ছাত্রদল সারাদেশে সমাবেশ করবে, ২ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে, ৩ ডিসেম্বর কৃষক দল ঢাকাসহ সারাদেশে সমাবেশ করবে এবং ৪ ডিসেম্বর মহিলা দল মৌন মিছিল করবে।
×