ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় শিশুর প্রতি সহিংসতা রোধে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৪৮, ২৫ নভেম্বর ২০২১

হাতিয়ায় শিশুর প্রতি সহিংসতা রোধে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ শিশুর বিরুদ্ধে সকল ধরণের সহিংসতা, নির্যাতন ও শিশুপাচার রোধে করনীয় শীর্ষক এক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নোয়াখালী হাতিয়া উপজেলার দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে এই সংলাপ অনুষ্ঠিত হয়। দ্বীপ উন্নয়ন সংস্থার অধিনে পরিচালিত রেডিও সাগরদ্বীপের আয়োজনে অনুষ্ঠিত সংলাপে প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন। বক্তব্য রাখেন হাতিয়া দ্বীপ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহাম্মেদ, সাবেক অধ্যক্ষ এনামুল হক, হাতিয়া আদর্শ মহিলা কলেজের প্রভাষক ইয়াছমিন বেগম, শিক্ষক লাইজু শাহিন। সংলাপে সাংবাদিক, শিক্ষক, সরকারী কর্মকর্তা, এনজিও কর্মী সহ বিভিন্ন পেশার প্রায় ৪০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন। দ্বীপ উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী মো: তামজিদ উদ্দিনের সঞ্চালনায় সংলাপে বিভিন্ন পেশার প্রতিনিধিরা উনমুক্ত আলোচনায় অংশগ্রহন করেন। এসময় বক্তারা সমাজে বিভিন্ন পর্যায়ে শিশুর প্রতি সহিংসতা রোধে করনীয় ঠিক করতে বিভিন্ন পরামর্শ দেন। সংলাপের শেষে শিশুর প্রতি সহিংসতা রোধ কমিউনিটি রেডিওকে কিভাবে কাজে লাগানো যায় তার একটি রুপরেখা তৈরি করা হয়। প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে বিচার ব্যবস্থায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির প্রবেশাধিকার বিষয়ে আরো একটি সংলাপ অনুষ্ঠিত হয়।
×