ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পূর্বের সময়সূচীতে ফিরছে ইবির গ্রন্থাগার

প্রকাশিত: ১১:৪৭, ২৫ নভেম্বর ২০২১

পূর্বের সময়সূচীতে ফিরছে ইবির গ্রন্থাগার

ইবি সংবাদদাতা ॥ আগামী শনিবার (২৭ নবেম্বর) থেকে পূর্বের সময়সূচী অনুযায়ী দুই শিফটে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গ্রন্থাগার চলবে। প্রথম শিফটে সকাল ৯টা থেকে বিকেল ৪টা এবং দ্বিতীয় শিফটে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্রন্থাগারের পাঠকক্ষ খোলা থাকবে। গ্রন্থাগার কমিটির ৩৮তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক এস এম আব্দুল লতিফ। তিনি জানান, গত ২১ নবেম্বর গ্রন্থাগার কমিটির ৩৮তম সভা অনুষ্ঠিত হয়। সভায় এক শিফটের পরিবর্তে পূর্বের ন্যায় দুই শিফটে গ্রন্থাগার চালুর সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী শনিবার (২৭ নবেম্বর) থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা এবং বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্রন্থাগারের পাঠকক্ষ চালু থাকবে। এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ‘গ্রন্থাগারে পড়ার তীব্র আগ্রহ থাকা সত্ত্বেও ৪টা বাজলেই বের হয়ে যেতে হতো। আগের মত দুই শিফটে চালু হওয়ায় কিছুটা স্বস্তি পেলাম। তবে নিজস্ব বই নিয়ে পড়ার সুযোগ একেবারে সীমিত। এই সুযোগ বাড়ানোর জোর দাবি জানাচ্ছি।’ এর আগে করোনাকালীন দীর্ঘ বন্ধের পর গত ৫ অক্টোবর এক শিফটে গ্রন্থাগার চালু হয়। পরবর্তীতে ২৫ অক্টোবর ক্লাস শুরুর পর পুরোদমে গ্রন্থাগার খোলার কথা থাকলেও এক শিফটেই চলতে থাকে।
×