ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরিয়ায় ইসরাইলের বিমান হামলায় নিহত ২, আহত ৭

প্রকাশিত: ০০:১৪, ২৫ নভেম্বর ২০২১

সিরিয়ায় ইসরাইলের বিমান হামলায় নিহত ২, আহত ৭

সিরিয়ার মধ্যাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বুধবারের ওই হামলায় সিরিয়ার দুই বেসামরিক নাগরিক নিহত ও সাতজন আহত হয়েছেন। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী হোমস শহরের ওপরে চালানো ওই হামলা আটকানোর চেষ্টা করেছে। সিরিয়ার কেন্দ্রীয় অঞ্চলের কিছু অংশকে লক্ষ্য করে আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানিয়েছে, ইসরাইলের বিমান হামলায় এখন পর্যন্ত দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত সাতজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। নাম প্রকাশ না করার শর্তে সিরিয়ার এক সামরিক কর্মকর্তা জানান, প্রতিবেশী দেশ লেবাননের আকাশসীমার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ইসরাইলী যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সিরিয়ায় গত কয়েক বছরে শত শত হামলা চালিয়েছে ইসরাইল। সিরিয়ায় পরিচালিত এসব হামলার কথা কখনই ইসরাইল স্বীকার করে না। সম্প্রতি সিরিয়ায় ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে ইসরাইল। গত সপ্তাহে ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে হামলা চালায়। ওই হামলা দখলকৃত গোলান মালভূমি থেকে পরিচালিত হয়। একটি স্থাপনায় হামলা হলেও তখন কোন হতাহতের খবর পাওয়া যায়নি। চলতি মাসের শুরুতে হোমসের পূর্বাঞ্চলীয় গ্রামাঞ্চল ও উপকূলীয় শহর তারতুসের কাছে ইসরাইল বিমান হামলা চালায়। এতে সিরিয়ার দুই সেনা আহত হয়।
×