ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১০ হাজার মানুষের পারাপারের একমাত্র ভরসা সাঁকো

প্রকাশিত: ২৩:৫৬, ২৫ নভেম্বর ২০২১

১০ হাজার মানুষের পারাপারের একমাত্র ভরসা সাঁকো

গিয়াস উদ্দিন ফরহাদ, নোয়াখালী ॥ নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের জোড়খালী ও কোরালিয়া গ্রামের পশ্চিমাংশে মেঘনা নদী, দক্ষিণ পাশে কাঁচা রাস্তা, পূর্ব পাশে চলাচলের অনুপযোগী বেড়িবাঁধ। তাই উত্তর পাশে থাকা অসহায় মানুষগুলো একমাত্র সাঁকো দিয়ে পারাপার হচ্ছে। দুই গ্রামের ১০ হাজার মানুষ প্রায় ৫০ বছর ধরে চলছে এইভাবে। তমরদ্দি ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ উদ্দিন বলেন, এই সাঁকো দিয়ে আমিও পার হয়েছি। এটির বয়স প্রায় ৫০ বছর। সম্প্রতি সাঁকোর স্থানে একটি ব্রিজ নির্মাণের জন্য উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের মাধ্যমে একাধিকবার প্রস্তাবনা পাঠানো হয়েছে। কিন্তু করোনা মহামারীর কারণে সেটি দেরি হচ্ছে। এ ব্যাপারে হাতিয়া উপজেলা প্রকৌশলী তপন চন্দ্র দেব নাথ বলেন, কাটাখালী খালের ওপর ব্রিজ নির্মাণের জন্য একটি প্রস্তাবনা পাঠিয়েছি। এই প্রস্তাবনা অনুমোদন হয়ে এলে প্রাক্কলন ব্যয় তৈরি করে দরপত্র আহ্বান করব।
×