ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় লীগে ৭ বছর পর চ্যাম্পিয়ন ঢাকা

প্রকাশিত: ২৩:৫৩, ২৫ নভেম্বর ২০২১

জাতীয় লীগে ৭ বছর পর চ্যাম্পিয়ন ঢাকা

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ক্রিকেট লীগের ২৩তম আসরে চ্যাম্পিয়ন হয়েছ ঢাকা বিভাগ। চলমান এনসিএলের ষষ্ঠ ও শেষ রাউন্ডে খুলনার বিপক্ষে জিততেই হতো ঢাকাকে শিরোপা পেতে হলে। বুধবার বিকেএসপির ৩ নম্বর মাঠে সেই ম্যাচের চতুর্থ দিন গতবারের চ্যাম্পিয়ন খুলনা বিভাগকে ১৭৯ রানে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে ঢাকা। সর্বশেষ ২০১৩-১৪ মৌসুমে তারা শিরোপা জিতেছিল, এরপর মাঝের ৬ আসরে আর পারেনি। এবার তারা এনসিএলে নিজেদের ষষ্ঠ শিরোপার স্বাদ পেল। প্রথম স্তরে সবার নিচে থেকে এখন খুলনা নেমে গেছে দ্বিতীয় স্তরে। আগামী মৌসুমে তারা খেলবে দ্বিতীয় স্তরে। আর দ্বিতীয় স্তরের সেরা দল হয়েছে চট্টগ্রাম বিভাগ। পরের আসরে তারা খেলবে প্রথম স্তরে। বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রথম স্তরের শেষ ম্যাচে বুধবার চতুর্থ ও শেষ দিন ৩৭৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ১৯৯ রানেই গুটিয়ে যায় খুলনা। শেষদিন তাদের দরকার ছিল ১০ উইকেটে ৩৭২ রান। বিনা উইকেটে ৭ রান নিয়ে খেলতে নামলেও ঢাকার অধিনায়ক তাইবুর রহমানের বাঁহাতি স্পিনে বিপদগ্রস্ত হয় খুলনা। ক্যারিয়াসেরা বোলিংয়ে ৪০ রানে ৫ উইকেট নেন তিনি। ৩ চার ও ১ ছক্কায় ইনিংসের সর্বোচ্চ ৪০ রান নাহিদুল ইসলামের। ১৭৯ রানের বড় জয়ে ৩৫.২৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা। অলরাউন্ড পারফর্মেন্সে অবশ্য ম্যাচসেরা শুভাগত হোম। ক্যারিয়ারসেরা বোলিংয়ে প্রথম ইনিংসে ৪৮ রান দিয়ে ৭ উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে নেন ৩ উইকেট এবং ব্যাট হাতে দুই ইনিংস করেন ২১ ও ৩৩ রান। ৬ ম্যাচে ৩টি জয়, ১ হার ও ২ ড্র ঢাকার।
×