ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নিয়োগ পরীক্ষায় অস্বচ্ছতার অভিযোগ

প্রকাশিত: ২৩:৪৪, ২৫ নভেম্বর ২০২১

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নিয়োগ পরীক্ষায় অস্বচ্ছতার অভিযোগ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ জেলা পরিষদের নিয়োগ পরীক্ষা নিয়ে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে পরীক্ষার আগের রাতে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করে দেয়ারও অভিযোগ উঠেছে। তবে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সকল অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, নিয়োগের সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। সবকিছুই নতুন করে যাচাই-বাছাই হবে। অভিযোগের বিষয়েও তদন্ত হবে। অনুসন্ধানে জানা গেছে, চলতি বছরের ২০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তি আহ্বান করেন। এতে নিম্নমান সহকারী-কাম, মুদ্রাক্ষরিক/কম্পিউটার অপারেটর পদে ১টি, অফিস সহায়ক ২টি ও নৈশপ্রহরী ১টি পদে বিজ্ঞপ্তি দেয়া হয়। নিম্নমান সহকারী-কাম মুদ্রাক্ষরিক/ কম্পিউটার অপারেটর পদে ৪৬ জন ও অফিস সহায়কের জন্য ৭৮ জন আবেদন করেন। দুটি পদে ১২৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। তবে নৈশপ্রহরীর পরীক্ষা নেয়া হয়নি। এদিকে নিয়োগ পরীক্ষার দিন জেলা পরিষদের দুজন কর্মকর্তা ছাড়া আর কেউ উপস্থিত হননি।
×