ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ২ কাস্টমস কর্মকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ২৩:৪৩, ২৫ নভেম্বর ২০২১

চট্টগ্রামে ২ কাস্টমস কর্মকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রতারণার আশ্রয় নিয়ে কতিপয় কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে চট্টগ্রাম জিপিওর ৩ কোটি ৭৮ লাখ ৩৯ হাজার টাকা এবং সরকারের ২৪ লাখ ৩৩ হাজার টাকা রাজস্ব আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম জিপিও ও কাস্টমসের কর্মকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। বুধবার মামলা দুটি দায়ের করেন দুদক চট্টগ্রাম -১ এর উপ সহকারী পরিচালক মোঃ নাছরুল্লাহ হোসাইন ও উপপরিচালক মোঃ আবু সাঈদ চৌধুরী। দুদক সূত্রে জানা যায়, চট্টগ্রাম জিপিওর সঞ্চয় বিল্ডিংয়ের দ্বিতীয় তলার সঞ্চয় শাখা হতে বিভিন্ন হিসাবের ভুয়া টাকার জমা দেখিয়ে পরে আত্মসাত করা হয়েছে ৩ কোটি ৭৮ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা। অজ্ঞাত কর্মকর্তা কর্মচারীদের যোজসাজশে প্রতারণামূলক জালজালিয়াতির মাধ্যমে এ অপকর্ম সংঘটিত হয়েছে। মামলায় অভিযুক্ত ৬ আসামি হলেন মোঃ রফিকুল ইসলাম, শামীম, ওয়াহিদুল আলম, মশহুদা বেগম, আহমেদ নুর এবং তসলিমা বেগম। ভুয়া টাকা জমা দেখিয়ে সে টাকা উত্তোলন করে আত্মসাত করা হয়েছে বলে দুদকের তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলাটি দায়ের করা হয়েছে। এদিকে, চট্টগ্রাম কাস্টম হাউসের দুই কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে সরকারী রাজস্বে ২৪ লাখ ৩৩ হাজার ৫০২ টাকা আত্মসাতের অভিযোগে। পারস্পরিক যোগসাজশে বিশ^াসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জাল কাগজপত্র তৈরি ও ব্যবহার করে এ অর্থ আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে দুদকের দায়ের করা মামলায়। মামলায় অভিযুক্তরা হলেন সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, রাজস্ব কর্মকর্তা নাছির উদ্দিন মাহমুদ খান এবং নেপচুন ট্রেডিং এজেন্সির মালিক ইকবাল হোসেন মজুমদার ও বনলতা শিপিং এজেন্সির মালিক আবদুল মান্নান চৌধুরী।
×