ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুলনায় ‘কিং অব রূপসা’ নামের কিশোর গ্যাংয়ের ১০ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ২১:০৫, ২৪ নভেম্বর ২০২১

খুলনায় ‘কিং অব রূপসা’ নামের কিশোর গ্যাংয়ের ১০ সদস্য গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মহানগরী থেকে ‘কিং অব রূপসা’ নামের একটি কিশোর গ্যাংয়ের ১০ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। এই কিশোর গ্যাংয়ের সদস্যরা ছিনতাই, মাদক সেবন ও নানা অপরাধের জড়িত বলে র‌্যাবের অভিযোগ। বুধবার (২৪ নবেম্বর) দুপুরে র‌্যাব-৬ এর দফতরে অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হচ্ছে- নগরীর লবণচরার স্লুইসগেট এলাকার মৃত আশরাফ হাওলাদারের ছেলে মোঃ শাহীন হাওলাদার, মোক্তার হোসেন সড়কের সুলতান আলী শেখের ছেলে শফিকুল ইসলাম অপু, মোঃ নাসির হাওলাদারের ছেলে মোঃ পলাশ হাওলাদার, মোঃ রুহুল আমিনের ছেলে মোঃ মেহেদী হাসান রিমন, আকমান শেখের ছেলে হৃদয় শেখ, মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ হৃদয়, শফিকুল ইসলাম বাদলের ছেলে মোঃ মিরাজুল ইসলাম রাতুল, শিপইয়ার্ড মোড়ের মোঃ আব্দুল ওহাব শেখের ছেলে মোঃ রাতুল ইসলাম জিসান, কাদের ভান্ডার গলির মোঃ রফিকুল ইসলাম রাজার ছেলে মোঃ মৃদুল হাসান তনু, ইসলামবাগ সড়কের মোঃ মিরাজ গাজীর ছেলে মোঃ ফেরদৌস গাজী। গ্রেফতারকৃত প্রত্যেকের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। প্রেস ব্রিফিংয়ে জানান হয, মঙ্গলবার দিনগত গভীর রাতে সদর কোম্পানির কমান্ডার এসপি মাহফুজুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার লেঃ মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে নগরীর রূপসা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মাদক দ্রব্য, ধারালো চাকুসহ নানা ধরনের অপরাধ সংগঠনের কাজে ব্যবহৃত জিনিসপত্র জব্দ করা হয়েছে। এ ছাড়া অপর এক অভিযানে নগরীর বাগমারা এলাকায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার মামলার আসামি মোঃ মেহেদী হাসান হৃদয় (২০) নামের যুবককে গ্রেফতার করে র‌্যাব-৬’র সদর কোম্পানি। গ্রেফতার হৃদয় নগরীর টুটপাড়া আমতলা এলাকার শেখ নজুল ইসলামের ছেলে।
×