ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নারী কাবাডি লিগের উদ্বোধন করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

প্রকাশিত: ২০:৫১, ২৪ নভেম্বর ২০২১

নারী কাবাডি লিগের উদ্বোধন করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ গেমসের চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি এবং জামালপুর কাবাডি একাডেমির ম্যাচ দিয়ে নয় বছর পর শুরু হয়েছে নারী কাবাডি লিগ। উদ্বোধনী দিনে জয় পেয়েছে বাংলাদেশ আনসার। তারা ৬৬-৭ পয়েন্টে হারায় জামালপুর কাবাডি একাডেমিকে। বুধবার টুর্নামেন্টের উদ্বোধন করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, জনতা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও লিগ কমিটির চেয়ারম্যান আবদুছ ছালাম আজাদ, নাজিহার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান, কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক-১ ও বাংলাদেশ পুলিশের এ্যাডিশনাল ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক-২ নেওয়াজ সোহাগ, লিগ কমিটির সম্পাদক ও ফেডারেশনের কোষাধ্যক্ষ আরিফ মিহির প্রমুখ। নারী কাবাডি লিগ সবশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালে। দীর্ঘ নয় বছর পর শুরু হওয়া এই লিগে অংশ নিচ্ছে ১১টি দল। দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে লিগ পদ্ধতিতে খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনাল খেলবে। ফাইনাল ৩০ নভেম্বর। সবশেষ অনুষ্ঠিত লিগে অংশ নেয়া দলগুলোর মধ্যে শুধু আজাদ স্পোর্টিং ক্লাবই এবার অংশ নিচ্ছে। ১১টি দলের মধ্যে আটটিই ঢাকার বাইরের। খেলোয়াড়দের আবাসনের ব্যবস্থা করা হয়েছে ধানমণ্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে।
×