ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাগমারায় সরিষা ভাঙানো কলে জড়িয়ে বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: ১৭:৪২, ২৪ নভেম্বর ২০২১

বাগমারায় সরিষা ভাঙানো কলে জড়িয়ে বৃদ্ধার মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সরিষা ভাঙানো দেখতে গিয়ে রাজশাহীর বাগমারায় যান্ত্রিক ঘানির ফিতায় জড়িয়ে সাহেব আলী নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বড়বিহানালী ইউনিয়নের বাঘাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। সাহেব আলী একই ইউনিয়নের পশ্চিম কান্দি ইসলামের মোড় এলাকার বাসিন্দা। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ দাফনের অনুমতি দিয়েছে পুলিশ। বিষয়টি মর্মান্তিক বলে উল্লেখ করেছেন বড়বিহানালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমান। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, সকালে বাড়ি থেকে বাঘাবাড়ি বাজারে গিয়েছেলেন সাহেব আলী। সকাল ৯টার দিকে তিনি সেখানকার একটি সরিষা, ধান ও আটা ভাঙানোর কারখানায় ঢোকেন। ওই সময় যান্ত্রিক ঘানিতে সরিষা ভাঙানো হচ্ছিল। কীভাবে সরিষা ভাঙানো হচ্ছে সেটি দেখতে গিয়েছিলেন ওই বৃদ্ধ। ওই সময় অসাবধানতাবশত তার গায়ে থাকা চাদর মেশিনের ফিতায় লেপ্টে যায়। এতে তার পুরো শরীর মুহূর্তেই ক্ষতবিক্ষত হয়ে যায়। টের পেয়ে অপারেটর মেশিন বদ্ধ করার আগেই মারা যান তিনি। বাগমারা থানার ওসি মোস্তাক হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। পরে লাশ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
×