ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভোলার প্রাকৃতিক গ্যাসের যথাযথ ব্যবহার শীর্ষক আলোচনা সভা

প্রকাশিত: ১৬:২৫, ২৪ নভেম্বর ২০২১

ভোলার প্রাকৃতিক গ্যাসের যথাযথ ব্যবহার শীর্ষক আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ “ভোলায় প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে আমাদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ নবেম্বর) সকালে সামাজিক সংগঠন ব-দ্বীপ ফোরাম, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশের যৌথ আয়োজনে ও আইসিডিএফ এর সার্বিক সহযোগিতায় ভোলা সদর উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম গোলদার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, ঢাকাস্থ ভোলা সদর উপজেলা সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া জাহাঙ্গীর, ভোলা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক , জেলা কমিনিউস্ট পার্টির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মোবাশ্বেরু উল্ল্যাহ চৌধুরী, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাচ্ছিন বিল্লাহ, ভোলা পৌরসভার প্যানেল মেয়র আসাদুজ্জামান জুম্মান, ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির সদস্য সচিব মোঃ আবদুল জলিল নান্টুসহ রাজনীতিবিদ, সুশিল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী প্রতিনিধিগণ অংশ নেন। সভায় বক্তারা বলেন, ভোলায় প্রচুর গ্যাস রয়েছে। এই গ্যাসকে কাজে লাগিয়ে ভোলায় গড়ে উঠতে পারে শিল্পকারখানা ও ইপিজেড প্রতিষ্ঠান। ভোলা শাহবাজপুর গ্যাস ক্ষেত্র থেকে বাপেক্সের মাধ্যমে উত্তেলিত গ্যাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এখন খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। যার মাধ্যমে ভোলার আর্থসামাজিক উন্নয়ন হবে। ভোলা এলাকায় বিদ্যমান সকল শ্রেণীর চাহিদা অনুযায়ী গ্যাস সংযোগ সরবরাহ করার পরেও ১৯.৩৮ এমএসসিএফডি গ্যাস উদ্বৃত্ত থাকায় এবং ভোলা এলাকায় জাতীয় গ্যাস গ্রিড বর্হিভুত হওয়ায় ভোলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্র হতে উত্তেলিত গ্যাসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারলে ভোলার আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।
×