ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দাউদকান্দিতে পৃথক দুটি অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ১

প্রকাশিত: ১৬:১৯, ২৪ নভেম্বর ২০২১

দাউদকান্দিতে পৃথক দুটি অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ১

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি ॥ আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে দাউদকান্দি উপজেলার সদর উওর ইউনিয়নের গোলাপের চর ও নন্দনপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশী বিদেশী অস্ত্র উদ্ধারসহ ১ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিওিত্বে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাসের পৃথক দুটি অভিযানে ডিবি পুলিশের সাব- ইন্সপেক্টর পরিমল দাস, মডেল থানার সাব ইন্সপেক্টর নাজমুল হেসেন ও এএসআই আনোয়ারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে দাউদকান্দি উপজেলার সদর উওর ইউনিয়নের গোলাপের চর চকের বাড়ী সংলগ্ন আবদুল মালেকের ছেলে মনির হোসেন (৪৭) কে অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে। এ সময় তার বাড়ীতে তল্লাশী চালিয়ে ১ টি পিস্তল, ১টি রিভলবার, ১টি এলজি পিস্তলসহ ৩ রাউন্ড গুলি ও ১২ রাউন্ড শিশা গুলি উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে একই ইউনিয়নে নন্দনপুর সরকার বাড়ির নদীর পাড়ের হিজল গাছ তলা এলাকা থেকে দেশীয় অন্ত্র রামদা, ছুরি, ভল্লম, চাপাতি ও লাঠি উদ্ধার করলে ও কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি বলে পুলিশ জানায়। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, অস্ত্রসহ আটককৃত ব্যাক্তিতে আসামী করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
×